ব্যাটিং ব্যর্থতার দিনে মুমিনুল, জাকের আলিদের ইনিংস বড় করতে না পারার আক্ষেও
১ম টেস্ট, অ্যান্টিগা (টস - বাংলাদেশ/বোলিং)
ওয়েস্ট ইন্ডিজ - ৪৫০/৯ ডি., ১ম ইনিংস (গ্রিভস ১১৫*, লুই ৯৭, অ্যাথানেজ ৯০, হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬, মিরাজ ২/৯৯)
বাংলাদেশ - ২৬৯/৯, ১ম ইনিংস (অনিক ৫৩, মুমিনুল ৫০, লিটন ৪০, আলজারি ৩/৬৯, গ্রিভস ২/৩৪, সিলস ২/৪২)
বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে
৩য় দিন, স্টাম্পস
অ্যান্টিগায় আসা যাওয়ার মাঝেই কাটল বাংলাদেশি ব্যাটারদের দিন। মুমিনুল, জাকের আলীদের ফিফটিতে তবু ফলো-অন এড়িয়ে দিন পার করে দিতে পেরেছে বাংলাদেশ। আগামীকাল সাতসকালেই অবশ্য রয়েছে গুটিয়ে যাওয়ার শঙ্কা।
সকালের সেশনটা রয়েসয়ে শুরু করলেও অবশ্য আশা দেখছিল বাংলাদেশ। দীপু দিনের শুরুতেই রোচের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৮ রানে ফেরার পর ব্যাটিংয়ের হাল ধরেছিলেন মুমিনুল-লিটনের অভিজ্ঞ জুটি। সেশনটা দুজনে মিলে পার করে দিয়েছিলেন। ব্যাটিংটাও যেন সহজ মনে হচ্ছিল। নর্থ সাউন্ডের উইকেটটাও যেন ধরে আসছিল। চার পেসার নিয়ে নামা উইন্ডিজ বোলিং লাইনকে কাবু করার এই ছিল সুযোগ।
তবে লাঞ্চের পর দুজনেই পুড়লেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপে। ফিফটির পরপরই সিলসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউও হলেন, রিভিউও নষ্ট করলেন মুমিনুল। ছন্দে থাকা লিটনও হাঁটলেন একই পথে। লেংথ বলে আড়াআড়ি খেলতে গিয়ে শামার জোসেফের কাছে স্টাম্প খুইয় লিটন ফিরলেন ৪০ রানে।