• পাকিস্তানের ইংল্যান্ড সফর, ২০১৬
  • " />

     

    ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

    ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক    

    গত বছরের অক্টোবরে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিশতক। এরপর আরও উনিশটি টেস্ট ইনিংস খেলেও শতকের দেখা আর পান নি। পাঁচবার অর্ধশতক পেরিয়েছেন, আরও পাঁচবার ফিরেছেন এক অংকের রান করে। অবশেষে ফের হাসলো অ্যালিস্টার কুকের ব্যাট, সেই পাকিস্তানের বিপক্ষেই। চলমান ম্যানচেস্টার টেস্টে দলকে শুভ সূচনা এনে দেয়ার পথে কুক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট শতক। সেই সাথে ছুঁয়ে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও। তবে দিন শেষের সংবাদ সম্মেলনে এমন তুলনায় বিব্রতই বোধ করলেন ইংলিশ ক্যাপ্টেন।

     

     

    মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে ১০৫ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে জো রুটের সাথে ১৮৫ রানের জুটি গড়েন কুক। রুট এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত ছিলেন ২১৬ রানে। দীর্ঘদিন পর রান পেয়ে খুশী কুক, “শেষ পর্যন্ত মিসবাহর বিপক্ষে টস জিততে পেরে ভালো লাগছে। তারপর এই উইকেটে কিছু রান করার সুযোগ ছিল, সেটা করতে পেরেও ভালো লাগছে।”

     

    তবে ভালোলাগাটুকু ব্র্যাডম্যানের সাথে তুলনা পর্যন্ত নিতে চান না ইংল্যান্ডের অধিনায়ক, “এই তুলনায় আমি যেতে পারি না। তিনি এটা করেছিলেন আমার চেয়ে অর্ধেক বা তারও কম টেস্ট খেলে। এটা তাই কেবলই আটাশের ঘরটা পেরোতে পারার স্বস্তি।”

     

    যার বলে বোল্ড হয়ে পাকিস্তান শিবিরে স্বস্তির কারণ হয়েছেন, সেই আমির নিজে অবশ্য খুব স্বস্তিতে নেই। যতোবারই বল হাতে ছুটেছেন, ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারী দুয়ো দিয়েছে ‘নো বল’ বলে। এটুকু ‘অনিবার্য’ মন্তব্য করে কুক বলছেন, দু’ দলের পারফরম্যান্সই বদলে যাবে আলোচনার বিষয়।