• পাকিস্তানের ইংল্যান্ড সফর, ২০১৬
  • " />

     

    রেকর্ডের কথা জানতেন না হেলস!

    রেকর্ডের কথা জানতেন না হেলস!    

    ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রবিন স্মিথের ১৬৭ রান টপকে অ্যালেক্স হেলসের ১৭১ রানই এখন কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। কিন্তু হেলস নিজেও জানতেন না এই রেকর্ডের ব্যাপারে! দর্শকের করতালিতেই বুঝতে পারেন, বড় একটা কীর্তি গড়ে ফেলেছেন।

    গত পরশু পাকিস্তানের সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচের শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন। দ্রুতই তুলে নেন সেঞ্চুরি। এরপর হাসান আলির বলে মিডউইকেটের উপর দিয়ে চার মেরে ২৩ বছরের পুরনো রেকর্ডটি ভাঙ্গেন হেলস।

    রেকর্ডটি ভেঙে ফেলার সময়ে হেলস এই ব্যাপারে একেবারেই জানতেন না, “ওই সময়ে আমি এই ব্যাপারটা একদম জানতাম না! রয় আমার দিকে এগিয়ে আসছিল, দর্শকরাও করতালি দিচ্ছিল। তখন বুঝতে পারছিলাম কিছু একটা তো হয়েছে! এটা  আমার জন্য বিশেষ একটা দিন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে।”

    রবিন স্মিথের সময়ে অবশ্য ৫৫ ওভারের খেলা হতো। অধিনায়ক এউইন মরগানও হেলসের প্রশংসায় পঞ্চমুখ, “ মাত্র ৫০ ওভারের খেলায় ১৭১ রান করা দারুণ একটা ব্যাপার। তাঁর রানক্ষুধা তাঁকে এই অবস্থায় নিয়ে এসেছে।”