• ইংল্যান্ড-পাকিস্তান
  • " />

     

    এক সপ্তাহেই 'আমির' থেকে 'ফকির'

    এক সপ্তাহেই 'আমির' থেকে 'ফকির'    

    কুড়ি বছর পর লর্ডসে পাকিস্তানের টেস্ট জয়, সে জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যক্তিগত স্বীকৃতিটাও পেয়ে গিয়েছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ। উঠেছিলেন টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে সবার উপরে; মুশতাক আহমেদের পর প্রথম পাকিস্তানি বোলার আর ১১ বছর পর প্রথম লেগ স্পিনার হিসেবে। তবে শ্রেষ্ঠত্বটুকু খুব বেশী সময় উপভোগ করতে পারলেন না। সপ্তাহ না ঘুরতেই ম্যানচেস্টার টেস্টে ব্যয়বহুল বোলিংয়ের জেরে এক ধাক্কায় নেমে গেছেন পাঁচ নম্বরে। অ্যান্টিগা টেস্টে দারুণ দেখিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

     

    লর্ডসে দু’ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়া ইয়াসির ওল্ড ট্র্যাফোর্ডে উইকেটের দেখা পেয়েছেন মাত্র ১টি। ১ম ইনিংসে ৫৪ ওভার বল করে রান দিয়েছেন ২১৩। ইয়াসিরকে নিষ্ক্রিয় করে ফেলার মন্ত্রটাও ম্যাচ শেষে জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক, “লর্ডসে সে বেশ ক’টা এলবিডব্লু আর বোল্ড করেছিল। আমরা তাই তাঁকে আরেকটু সরাসরি খেলার চিন্তা করেছিলাম এবং সেটা কাজেও দিয়েছে।”

     

     

    ওদিকে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে শত রানের পর কোনো উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট নিয়ে নেন অশ্বিন। স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি ফিরে পেয়েছেন টেস্ট বোলারদের শ্রেষ্ঠত্ব। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন, এগিয়েছেন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও।

     

    ম্যানচেস্টারে রানবন্যা বইয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। দীর্ঘদিন পর টেস্টে শতক পাওয়া অ্যালিস্টার কুক ফিরেছেন সেরা দশে, ব্যাটসম্যানদের র‍্যাকিংয়ে ইংলিশ ক্যাপ্টেনের অবিস্থান এখন ৯-এ।