• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    'বদলাবে না ইংল্যান্ড'

    'বদলাবে না ইংল্যান্ড'    

    দারুণ এক জয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের পর বাংলাদেশের জয়ের চেয়ে বেশী আলোচনার খোরাক যোগাচ্ছে ম্যাচ চলাকালীন ও শেষে দু’ দলের খেলোয়াড়দের বিতণ্ডাই। ঘটনার জেরে জরিমানা গুনছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ব্যাটসম্যান সাব্বির রহমান। আইসিসির তরফে তিরস্কার পেতে হয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলারকেও। তবে দলটির কোচ ট্রেভর বেইলিস বলছেন, তিরস্কৃত হলেও ‘দমে যাবে না’ তাঁর ছেলেরা।

     

     

    গত ম্যাচের ওই ঘটনায় মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হলেও কেবল সতর্কবাণী শুনেই ছাড় পেয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক। ইংল্যান্ডের কোচ বলছেন, অগ্রহণযোগ্য কোনো আচরণকে তিনি উৎসাহিত না করলেও তাঁর দল নিজেদের আচরণগত কোনো পরিবর্তন আনবে না, “আমরা এই সতর্কবার্তার জন্য নিজেদের বদলানোর কোনো প্রয়োজন মনে করছি না এবং আমাদের কিছু ছেলে সেটা করবেও না।”

     

    আইসিসির তরফে দেয়া শাস্তি যথাযথ বলেই মন্তব্য এই অস্ট্রেলিয়ান কোচের, “আমি ম্যাচ রেফারির রিপোর্ট পড়ি নি। তবে তাঁদেরকে জরিমানা আর জসকে সতর্ক করার রায়ই বলে দেয় আসলে কী ঘটেছিল। আর জসের কাঁধে অধিনায়কের দায়িত্ব আছে বলেই সে অনেক কিছু থেকে বিরত থাকবে এমনটা আমি মনে করি না। তবে নিজেকে ঝামেলা থেকে দূরে রাখতে যা করণীয় সেটা সে ঠিকই করবে।”

     

    বাটলারের এমন উত্তেজিত হওয়ার ঘটনা নজিরবিহীন বলে বেইলিস বলছেন নিজের দলের জন্য প্রয়োজনীয় সবই তাঁদের অধিনায়ক করবেন, “আমি এই দলের সাথে যোগ দেয়ার পর বাটলারকে সতর্ক করার ঘটনা এই প্রথম। আসলে আগের থেকে তাঁর দায়িত্বটা এখন একটু ভিন্ন এবং আমি মনে করি একজন অধিনায়ক হিসেবে নিজের খেলোয়াড়দের আগলে রাখতে প্রয়োজনীয় সব কিছু করার অধিকার তাঁর আছে।”

     

    একইসাথে তামিমের সাথে বচসাতেও বেন স্টোকসের পক্ষ সমর্থন করেছেন তাঁর কোচ, “ওখানে আসলে তাঁকে উদ্দেশ্য করে কিছু বলা হয় নি। তবে সে তাঁর সতীর্থদের পাশে দাঁড়িয়েছিল।”