• মেয়েদের ক্রিকেট
  • " />

     

    হতাশা পেছনে ফেলে সালমাদের জয়

    হতাশা পেছনে ফেলে সালমাদের জয়    

    স্কোর

    বাংলাদেশ ৮৮/৬ ( সানজিদা ৩৮, লাওমি ৩/১৮)

    থাইল্যান্ড ৫৩ ( চানতাম ২১, পান্না ঘোষ ৪/৯)

    ম্যান অফ দা ম্যাচ- সানজিদা ইসলাম


     

    গত পরশুই টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জাটা পেতে হয়েছিল ভারতের বিপক্ষে। ৫৪ রানে অলআউট হওয়া সেই ম্যাচের দুঃস্বপ্নটা হয়তো আজও তাড়া করে বেড়াচ্ছিল সালমাদের। কিন্তু আজ সেরকম কিছু হয়নি। থাইল্যান্ড প্রমীলা দলকে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এসিসির টি-টোয়েন্টি টুর্নামেন্টে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে তারা।

     

    টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন থাই অধিনায়ক সোরনানিন টিপোচ। ৮ রানের মাঝেই ২ উইকেট হারিয়ে ফেললে গতদিনের ব্যাটিং বিপর্যয়টা চোখ রাঙ্গানি দিচ্ছিল। তবে দলের হাল ধরেন সানজিদা ইসলাম। তাঁর ব্যাটিং দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পায় দল। ম্যাচসেরা হয়েছেন এই সানজিদাই।

     

    ৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলেছিল থাই মেয়েরা। পান্না ঘোষ ও রুমানা আহমেদের বিধ্বংসী বোলিংয়ে কোন ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেননি। দুই অংক পার করতে পেরেছেন মাত্র দুজন। ৫৩ রানেই গুটিয়ে গিয়েছে থাইল্যান্ড।