• সেরা ফুটবল ক্লাব
  • " />

     

    সান লরেঞ্জোর গায়ে শ্যাপোকোইন্সের জার্সি

    সান লরেঞ্জোর গায়ে শ্যাপোকোইন্সের জার্সি    

    হুট করে দেখলে চমকে উঠতে পারেন। সান লরেঞ্জো খেলোয়াড়দের গায়ের জার্সিটা চেনা চেনা লাগছে না? এই জার্সি পরেই তো শ্যাপোকোইন্স কোপা সুদামেরিকানার সেমিফাইনালে মাঠে নেমেছিল। মর্মান্তিক এক দুর্ঘটনায় যে দলের ১৯ জন ফুটবলার এখন হয়ে গেছেন স্মৃতি। সেই জার্সি পরেই সান লরেঞ্জো পরশু নেমেছিল মাঠে। 

     

     

    কিন্তু আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জ শ্যাপোকোইন্সের জার্সি পেয়েছে কোথায়? সেমিফাইনালে আর্জেন্টাইন ক্লাবের সঙ্গেই সর্বশেষ খেলেছিল শ্যাপোকোইন্স। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে জার্সি বদল করেছিল দুই দলের খেলোয়াড়েরা। সেই জার্সিই থেকে গিয়েছিল লরেঞ্জোর খেলোয়াড়দের কাছে। পরশু অলিম্পোর সঙ্গে ম্যাচের আগে তাই ওই জার্সি পরেই এসেছিল মাথে। অবশ্য পরে নিজেদের জার্সি পরেই ম্যাচ খেলেছে। তবে তাতে ছিল শ্যাপোকোইন্সের লোগো।