• সেরা ফুটবল ক্লাব
  • " />

     

    ৪৪ বছরের রেকর্ড ভাঙল নিউ সেইন্টস

    ৪৪ বছরের রেকর্ড ভাঙল নিউ সেইন্টস    

    বড়দিনের ছুটির আগেই আয়াক্সের ৪৪ বছর আগের রেকর্ডটা স্পর্শ করেছিল ওয়েলশের ক্লাব নিউ সেইন্টস। গতকাল পেশাদার ফুটবলে টানা জয়ের সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে তারা। ওয়েলশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি চেফেন ড্রুইডসকে ২-০ গোলে হারিয়ে জিতেছে টানা ২৭ ম্যাচ। ১৯৭২-৭৩ মৌসুমে আয়াক্স জিতেছিল টানা ২৬ ম্যাচ। 

    গত জুলাইয়ে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচে অ্যাপোয়েল নিকোসিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল নিউ সেইন্টস। এরপর আর কোনো ম্যাচেই হারের মুখ দেখতে হয়নি। টিএনএস নামে পরিচিত ক্লাবটি চলতি মৌসুমে লিগে জিতেছে ২১ ম্যাচ, বাকি ৬ জয় এসেছে কাপ টুর্নামেন্টে। লিগে অন্যদের চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে থাকা ক্লাবটির গত ১২ মৌসুমে নবম শিরোপা জয় প্রায় নিশ্চিত।

     

     

    ক্রুইফের আয়াক্স দল ১৯৭২-৭৩ মৌসুমে ডাচ লিগে জিতেছিল টানা ১৯ ম্যাচ, ইউরোপিয়ান কাপে ৪টি এবং ডাচ কাপে টানা ৩ টি ম্যাচ। টানা ২৬ ম্যাচ জয়ের সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ ১৯৯৫-৯৬ মৌসুমে আবার পেয়েছিল আয়াক্স। তবে সেবার ২৫ ম্যাচে জয়রথ থামে ডাচ দলটির। ২০১১ সালে ব্রাজিলিয়ান ক্লাব কুরিতিবা জিতেছিল টানা ২৪ ম্যাচ। এছাড়া রেকর্ডের কাছাকাছি পৌঁছেছিল কার্লো আঞ্চেলত্তির রিয়াল মাদ্রিদ। ২০১৪-১৫ মৌসুমে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছিল টানা ২২ ম্যাচ।

    তবে পেশাদার ফুটবলে ব্রিটিশ দলগুলোর মধ্যে অপরাজিত থাকার শতবর্ষ পুরনো রেকর্ড এখনো গ্লাসগো সেল্টিকের দখলে। ১৯১৫-১৬ মৌসুমে ৪৯ জয় আর ১৩ ড্র মিলিয়ে ৬২ ম্যাচ অপরাজিত ছিল সেল্টরা।