• মেয়েদের ক্রিকেট
  • " />

     

    একজন করেছেন ১৬০, বাকিরা সবাই শূন্য!

    একজন করেছেন ১৬০, বাকিরা সবাই শূন্য!    

    হুট করে স্কোরকার্ডটা দেখলে নিশ্চিত চমকে যাবেন। বিষম-টিষমও খেয়ে যেতে পারেন। একটা দলের আটজন কোনো রানই করতে পারেননি, সেটাই তো মোটামুটি অবিশ্বাস্য। আর সেই দলেরই কেউ একাই ১৬০ রান করে ফেলেছে, সেটা আসলে অবিশ্বাস্যর চেয়েও বেশি কিছু। কিন্তু দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্রিকেটের একটা ম্যাচে। 


    দক্ষিণ আফ্রিকার মেয়েদের ক্রিকেটে ম্যাচটা হচ্ছিল দুই অঞ্চলভিত্তিক দল পুমালাঙ্গা ও ইস্টার্নের সঙ্গে। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পুমালাঙ্গা। কিন্তু একই সঙ্গে চলতে থাকে শানিয়া লি সোয়ার্টের ব্যাটও। শেষ পর্যন্ত যখন লি-সোয়ার্ট থামেন, দলের রান হয়ে গেছে ২০ ওভারে ১৬৯। তার মধ্যে তার একার রানই ১৬০। বাকি ব্যাটসম্যানরা কেউই কোনো রান করতে পারেননি, অন্য নয় রান এসেছে অতিরিক্ত হিসেবে। ১৬০ রানের মধ্যে আবার ১৪৪ রানের জন্য দৌড়াতেই হয়নি লি-সোয়ার্টকে। ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১২টি ছক্কাও। 


    এখানেই তার কীর্তিটা শেষ নয়। পরে আবার বল হাতেও ২ উইকেট নিয়েছেন লি সোয়ার্ট। ম্যাচটা শেষ পর্যন্ত তার দল জিতেছে ৪২ রানে।