• মেয়েদের ক্রিকেট
  • " />

     

    ঘুরে দাঁড়ালো বাংলাদেশের মেয়েরা

    ঘুরে দাঁড়ালো বাংলাদেশের মেয়েরা    

    সংক্ষিপ্ত স্কোর(৩য় ওয়ানডে)

    বাংলাদেশঃ ১৩৬ ( রুমানা আহমেদ ২৮, শারমিন সুলতানা ২১, মারিজান কাপ ২/ ১৮, ফন  নিকার্ক  ২/১৮)

    দক্ষিণ আফ্রিকাঃ ১২৬ ( লিজলে লি ৪৬, ড্যান ফন নিকার্ক ৪২,  খাদিজা ৪/ ৩৩, জাহানারা ২/২১)

    ফলাফলঃ বাংলাদেশ ১০ রানে জয়ী

    ম্যান অফ দা ম্যাচঃ খাদিজা তুল কুব্রা


    পরপর দুই ম্যাচ হেরে সিরিজের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজ বাঁচাতে হলে আজকের ম্যাচে জিততেই হতো। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রমীলা দলকে ১০ রানে হারিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলো সালমারা।

     

    কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রুমানা আহমেদ। উদ্বোধনী জুটি দারুণ একটা সূচনা এনে দেয় দলকে। দলীয় ৪২ রানে শারমিন আক্তার ফিরে যাওয়ার পর আরেক ওপেনার শারমিন সুলতানাও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর সানজিদা ইসলাম ও রুমানা দলকে বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিলেন।

     

    কিন্তু ৮৯ রানে সুন লুসের বলে রুমানা ফিরলে শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল। মাত্র ৪৭ রানেই বাকি ৭ উইকেট হারায় তাঁরা। ব্যাটিং বিপর্যয়ের এই দিনে সালমা, লতারা রানের খাতাই খুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ৬ জন বোলারই উইকেট পেয়েছেন।

     

    ১৩৭ রানের ক্ষুদ্র লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ৫ রানের মাথায় আন্দ্রে স্টেইনকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পান্না ঘোষ। এরপর ৪ উইকেট নিয়ে আফ্রিকার ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন খাজিদা তুল কুব্রা। তাঁর এই দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরষ্কারটাও তাঁর হাতে উঠেছে। লিজলে লি ও ড্যান ফন নিকার্ক ছাড়া কোন আফ্রিকান ব্যাটসম্যানই  দুই অংক ছুঁতে পারেননি।

     

    ৫ ম্যাচ সিরিজে এখন ২-১ এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৮ জানুয়ারি সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে।