স্থগিত হতে যাচ্ছে সেল্টা-রিয়াল ম্যাচ
দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে স্থগিত হয়ে যেতে পারে সেল্টা ভিগো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লা লিগা ম্যাচ। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা। তবে ওই অঞ্চলে চলমান তুমুল ঝড়ের কারণে ম্যাচটি কাল মাঠে গড়াচ্ছে না, এমনটা একরকম নিশ্চিতই। তবে কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নি।
স্পেনের গালিসিয়ান অঞ্চলে চলমান ওই ঝড়ের কারণে ইতোমধ্যেই স্থগিত হয়ে গেছে আজ রাতের রিয়াল বেটিস ও ডেপোর্টিভোর মধ্যকার লা লিগা ম্যাচটি।
ভিগোর মেয়র আবেল ক্যাবেলারো জানিয়েছেন, এই আবহাওয়ায় ম্যাচ খেলাটা একরকম অসম্ভবই মনে হচ্ছে। ভিগো-মাদ্রিদ ম্যাচটির ভেন্যু এস্টাডিও বালাইডোসের গ্যালারির কিছু অংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার চিন্তা থেকেও তাই ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল। যেমনটা বলছেন সেল্টা কোচ এডুরাডো বেরিজ্জো, “দর্শকরা অধীর আগ্রহেই ম্যাচটি মাঠে গড়ানোর অপেক্ষায় থাকবেন। কিন্তু তাঁদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।”