রিয়ালকে বিতর্কে জড়াতে চাইছে বার্সা?
কোপা দেল রে ফাইনালের ভেন্যু হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুর নামই প্রস্তাব করবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ মাঠের সংস্কার কাজের জন্য সেখানে ফাইনাল হতে দেবে না- এমনটা মোটামুটি নিশ্চিত জানার পরও বার্সেলোনা তাঁদের অবস্থানে অটল থাকবে বলে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে। আর সেক্ষেত্রে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কে জড়াতে হতে পারে লস ব্ল্যাংকোদের- পরোক্ষভাবে যেটা চাইছে কাতালানরা। আগামী ২৭ মে অনুষ্ঠেয় ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আলাভেস।
একটা সময় কোপা দেল রে’র সর্বাধিক ব্যবহৃত ভেন্যুই ছিল রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যু। তবে সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনা ফাইনালে থাকলে নানা অজুহাতে নিজেদের মাঠ সে ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না রিয়াল কর্তৃপক্ষ। এবারও অবশ্য কারণ হিসেবে দাঁড় করানোর মতো শক্ত যুক্তিই থাকছে তাঁদের হাতে। ১৩ই মে চলতি লা লিগায় নিজেদের শেষ ম্যাচটি খেলার পরই মাঠের সংস্কার কাজে হাত দেবে রিয়াল মাদ্রিদ। যেটা চলবে কোপা দেল রে ফাইনালের সময়ও।
তবে কারণ যেটাই হোক, আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে রিয়াল মাদ্রিদ আলোচনায় আসুক- এমনটাই চাইছে বার্সেলোনা। এদিকে রিয়ালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে শহরের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। সেক্ষেত্রে ভিসেন্তে ক্যালদেরন হয়ে যেতে পারে বিকল্প ভেন্যু। তবে যাই ঘটুক, এ নিয়ে জোর একটা বিতর্ক একরকম আসন্নই।