• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    চূড়ান্ত হল বাংলাদেশের শ্রীলংকা সফরসূচী

    চূড়ান্ত হল বাংলাদেশের শ্রীলংকা সফরসূচী    

    সফর পাকা হয়েছিল আগেই। আজ শ্রীলংকান ক্রিকেট বোর্ড থেকে চূড়ান্ত করা হল সিরিজের সময়সূচী। ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। এরপর দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

     

    চূড়ান্ত সময়সূচী: 

    ০২-০৩ মার্চ : প্রস্তুতি ম্যাচ (মোরাতুয়া) 

    ০৭-১১ মার্চ : প্রথম টেস্ট (গল) 

    ১৫-১৯ মার্চ : দ্বিতীয় টেস্ট (কলম্বো, পি সারা ওভাল) 

    ২২ মার্চ : প্রস্তুতি ম্যাচ (কলম্বো) 

    ২৫ মার্চ : প্রথম ওয়ানডে (ডাম্বুলা, দিবা-রাত্রি) 

    ২৮ মার্চ : দ্বিতীয় ওয়ানডে (ডাম্বুলা, দিবা-রাত্রি) 

    ০১ এপ্রিল : তৃতীয় ওয়ানডে (কলম্বো, এসএসসি) 

    ০৪ এপ্রিল : প্রথম টি-টোয়েন্টি (কলম্বো, আর প্রেমাদাসা) 

    ০৬ এপ্রিল : দ্বিতীয় টি-টোয়েন্টি (কলম্বো, আর প্রেমাদাসা) 

     

    দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের ইতিহাসের ১০০তম টেস্ট হবে। ২০ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বাংলাদেশ দল।