• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    পুনের পিচের ব্যাপারে সতর্ক করা হয়েছিল বিসিসিআইকে!

    পুনের পিচের ব্যাপারে সতর্ক করা হয়েছিল বিসিসিআইকে!    

    ঘরের মাটিতে স্পিনিং পিচ বানাবে ভারত, এ তো সবারই কমবেশি জানা। অশ্বিন-জাদেজার ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে কাবু করাই প্রধান লক্ষ্য থাকে ভারতের। তবে এবার নিজেদের তৈরি করা ফাঁদেই কুপোকাত হয়েছে কোহলিরা। সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর পুনের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওকার জানিয়েছেন, তিনি নাকি আগেই পিচের ব্যাপারে সতর্ক করেছিলেন বোর্ডকে!

     

    ম্যাচের আগে পুনের পিচ দেখে শেন ওয়ার্ন বলেছিলেন, এটা অষ্টম দিনের পিচ মনে হচ্ছে! আরেক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার পিচের অবস্থা দেখে অবাকই হয়েছিলেন। প্রথম দিনের চতুর্থ ওভার থেকেই পিচে স্পিন ধরছিল অনুমেয়ভাবেই। পুরো ম্যাচেই দেখা গিয়েছে স্পিনারদের রাজত্ব। অজি স্পিনার স্টিভ ও’কিফ একাই তুলে নিয়েছেন ১২ উইকেট। ম্যাচ শেষে সালগাওকার বলেন, এরকম পিচ তৈরির ব্যাপারে তিনি রাজি ছিলেন না, “আমি শুরু থেকেই বিসিসিআইয়ের কর্মকর্তাদের সতর্ক করেছিলাম এরকম পিচের ব্যাপারে। আমি তাঁদের নাম নিতে চাইনা। আমাকে বলা হয়েছিল পিচ থেকে সব ঘাস তুলে ফেলতে এবং পানি না দিতে। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করেছি ভালো পিচ বানানোর।”

     

     

    সব জানার পরেও এরকম পিচ কেন বানালেন? সালগাওকার বলছেন, তাঁর হাত বাঁধা ছিল, “আমার এই ব্যাপারে কিছুই করার ছিল না। বিসিসিআই থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেভাবেই পালন করেছি। আমার কাজ হচ্ছে নির্দেশ অনুযায়ী পিচ বানানো। আমি খুব হতাশ। আমাদের মাঠে এটা প্রথম টেস্ট ছিল, আর সেখানেই এরকম পিচ! দিনশেষে আমার কিছু করার ছিল না।”

     

    এদিকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক কিম হিউজ মনে করেন, ভারতের উচিত হবে না পিচ নিয়ে বেশি বাড়াবাড়ি করা, “পুনের পিচ দেখে আমি রীতিমতো স্তম্ভিত। ইংল্যান্ডের বিপক্ষেও পিচ এরকম ছিল না। যদি আপনি পিচ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে সেটা দিনশেষে আপনারই ক্ষতি করবে। আশা করি ব্যঙ্গালুরুতে স্পোর্টিং পিচ হবে।” গতকাল সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংও ভারতের হারের জন্য পিচকে দুষেছেন। সাথে এটাও আশা করেন, সামনের দিনগুলোতে এরকম পিচ হবে না।