'আমাদের জয়ে অনেকের মুখ বন্ধ হয়েছে'
সিরিজ শুরুর আগেই শোনা গিয়েছিল বহু ধরনের মন্তব্য। বেশিরভাগ মানুষই বলেছিলেন, সিরিজটা হেসেখেলেই জিতবে ভারত। পুনেতে প্রথম টেস্টের পর অবশ্য ভোজবাজির মতো বদলে গিয়েছে পুরো দৃশ্যপট। স্টিভ ও’কিফের ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজি পেসার মিচেল স্টার্ক মনে করেন, এই জয়ে সমালোচকদের মুখ খুব ভালোমতোই বন্ধ করতে পেরেছেন তাঁরা।
হরভজন সিং বলেছিলেন, ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া। সৌরভ গাঙ্গুলী তো আরেকধাপ এগিয়ে বলেছিলেন, অজিরা ধবলধোলাই না হলেই অবাক হবেন তিনি। এসব মনে করিয়ে দিয়ে স্টার্ক বলেছেন, তাঁদের জয়ে ‘কিছু মানুষের’ মুখ বন্ধ হয়ে গিয়েছে, “এই সফরে আসার আগে সবাই ধরে নিয়েছিল আমরা জয় পাবো না। ভারতকেই সবাই ফেভারিট ধরেই নিজেদের মতামত দিচ্ছিল। আমরা কিন্তু জয়ের জন্যই খেলতে এসেছি। প্রথম টেস্টের জয় বেশ কিছু মানুষের মুখ বন্ধ করে দিয়েছে বলেই আমার ধারণা। তবে মাত্র একটা টেস্ট হয়েছে, সিরিজের এখনো অনেক বাকি। বিশেষ করে ব্যাঙ্গালুরুর টেস্ট খুব গুরুত্বপূর্ণ সবার জন্য।”
পুনের পিচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এমনটাও শোনা গিয়েছে, পিচের কিউরেটর নাকি বিসিসিআইকে আগেই সতর্ক করেছিলেন পিচের ব্যাপারে! স্টার্ক মনে করেন, পরের টেস্টে উইকেট ব্যাটিং সহায়কই হবে, “পিচ খুব একটা বাউন্সি হবে না, কারণ ভারতীয় ব্যাটসম্যানদের এরকম বলে দুর্বলতা আছে। আবার পুনের মতো স্পিন সহায়ক উইকেটও থাকবে না হয়তো। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যেমন পিচ করা হয়েছিল সেরকমই কিছু হবে। খানিকটা ব্যাটিং সহায়ক পিচই হবে বলে আমার ধারণা, যেখানে প্রথম ইনিংসে অনেক রান উঠবে।”
আগামী ৪ তারিখ ব্যাঙ্গালুরুতে সিরিজের ২য় টেস্ট শুরু হবে।