তামিমের সেঞ্চুরি, মুশফিক নামলেন চারেই
প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় নয়, নিজেদের ঝালিয়ে নেওয়াটাই মুখ্য। শ্রীলঙ্কা সফরে প্রথম দিনটা সেদিক দিয়ে এর চেয়ে ভালোভাবে করতে পারতেন না তামিম ইকবাল। শ্রীলঙ্কা বোর্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা শুরু করেছেন সেঞ্চুরি দিয়েই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৫২, ব্যাট করছিলেন তামিম ও সাকিব ।
দীনেশ চান্ডিমালকে অধিনায়ক করে বোর্ড একাদশের দলটা কালই ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। বাংলাদেশকে ব্যাট করার সুযোগটা অবশ্য চান্ডিমালই করে দিয়েছেন, মোরাতোয়ায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড একাদশ অধিনায়ক। শুরুতেই অবশ্য বোলাররা তাঁর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছিলেন, ৯ রান করেই ফিরে গেছেন সৌম্য সরকার।
তবে এরপর মুমিনুলকে নিয়ে ধীরে ধীরে ম্যাচের কতৃত্ব নিজের হাতে নিয়েছেন তামিম। শুরুতে অবশ্য তামিম একটু খোলসে ছিলেন, ফিফটির জন্য খেলতে হয়েছে ১০৬ বল। তবে আম্বুলদেনিয়ার এক ওভারে পর পর দুই বলে দুই ছয়ে প্রথম আগ্রাসনের ইঙ্গিত দেন তামিম। সেই ঝড়টা অবশ্য সবচেয়ে বেশি গেছে জয়াবিক্রমার ওপর দিয়ে। তাঁর এক ওভারেই তামিম মেরেছেন তিনটি ছয়, ওই ওভার থেকে একাই নিয়েছেন ২৪ রান। ৭৮ রান থেকে এক ওভারের মধ্যেই পৌঁছে গেছেন তিন অঙ্কে। পরে আম্বুলদেনিয়ার এক ওভারে মেরেছেন পর পর দুই বলে আরও দুই ছয়। মুমিনুলও সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন, তবে ৭৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়ে সতীর্থদের সুযোগ করে দিয়েছেন।
কালই জানা গিয়েছিল, এই সিরিজে চারে ব্যাট করতে পারেন মুশফিক। প্রস্তুতি ম্যাচে সেই আভাসই মিলল, চার নম্বরেই নেমেছেন বাংলাদেশ অধিনায়ক। ২১ রান করে অবশ্য করুনারত্নের বলে আউট হয়ে গেছেন।