• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    গান ছেড়েই ডি ভিলিয়ার্সের মনযোগ নষ্টের চেষ্টা?

    গান ছেড়েই ডি ভিলিয়ার্সের মনযোগ নষ্টের চেষ্টা?    

    তাঁর ব্যাটিং তাণ্ডব ঠেকানোর জন্য কৌশলের অন্ত নেই প্রতিপক্ষের। তবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে যা হয়েছে, সেটা বেশ মজার। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মনোযোগ নষ্ট করার জন্য তাঁরই অ্যালবামের গান ছাড়া হয়েছিল!

     

    হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন এবি। হুট করেই স্টেডিয়ামে বেজে ওঠে ‘মেক ইউর ড্রিমস কাম ট্রু’ গানটি। ২০১০ সালে গানটি গেয়েছিলেন তিনি, অ্যালবামটির সহ-প্রযোজকও ছিলেন। অনেকেই হয়তো ভেবেছিলেন, গানটি শুনে কিছুটা হলেও ভড়কে যাবেন, মনঃসংযোগও নষ্ট হবে খানিকটা। আর এটারই সুযোগ নেবে কিউই বোলাররা।

     

     

    কিন্তু এসবের কিছুই হয়নি। উল্টো গানের তালে তালে সুর মিলিয়েছেব এবি, “আমি তো গানটা শুনে নিজেই গাওয়া শুরু করেছিলাম। কেউ হয়তো খেয়াল করেননি, আমি ব্যাট দিয়ে হালকা গিটারও বাজিয়েছি! দারুণ লেগেছে গান শুনে, মাঝে মাঝে এরকম করলে মন্দ হয় না!”

     

    শেষ পর্যন্ত ৫৯ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। তবে গাপটিলের অসাধারণ ইনিংসের কল্যাণে জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।