তাসকিনের জোড়া আঘাতের পর মুস্তাফিজ
প্রথম দিন নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিয়েছিলেন তামিমরা। দ্বিতীয় দিনে তাসকিন-মুস্তাফিজদের ঘাম ঝরানোটাও ভালোই হলো। এক ওভারেই শ্রীলঙ্কা বোর্ড একাদশের দুই উইকেট নিয়েছেন তাসকিন, পরে মুস্তাফিজ নিয়েছেন আরও এক উইকেট। লাঞ্চ পর্যন্ত ৭৪ রান হারিয়ে ৩ উইকেট তুলেছে শ্রীলঙ্কা বোর্ড একাদশ। ব্যাট করছিলেন দীনেশ চান্ডিমাল ও রোশেন সিলভা।
আগের দিন ৯০ ওভারে ৩৯১ রানে থেমে গিয়েছিল বাংলাদেশ। আজ সকালে দিনের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেয়ে যান তাসকিন। দ্বিতীয় বলে ফার্নান্দোকে বোল্ড করে শুরু, দুই বল পরেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সামারাসুরিয়াকে। ১২ রানে দুই উইকেট হারানোর চন্দ্রগুপ্তকে নিয়ে মেরামতের চেষ্টা করছিলেন অধিনায়ক চান্ডিমাল। তবে দলের ২৯ রানের মাথায় আবার আঘাত, এবার ঘাতকের নাম মুস্তাফিজ। চন্দ্রগুপ্তকে ফিরতি ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়েছেন। পরে অবশ্য শ্রীলঙ্কা বোর্ড একাদশ আর কোনো উইকেট হারায়নি। চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে অপরাজিত আছেন চান্ডিমাল ও রোশেন সিলভা।