শুভাশীষের পর মিরাজের হাসি
প্রথম দিন , লাঞ্চ
টস শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ২৩.৩ ওভারে ৬১/২ (করুনারত্নে ৩০, মেন্ডিস ১৯*; শুভাশীষ ১/১৫, মিরাজ ১/৬)
গলের প্রায় নিষ্প্রাণ উইকেট, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হয়নি শ্রীলঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথকে। তবে প্রথম সেশন শেষে মুশফিকুর রহিম হাসি নিয়েই মাঠ ছাড়তে পারেন। ২ উইকেট ফেলে যে বোলাররা উদযাপনের সুযোগ এনে দিয়েছেন। ভাগ্য আরেকটু পক্ষে থাকলে ৩ উইকেট নিয়েই মাঠ ছাড়তে পারতেন শুভাশীষরা।
উইকেড়ে হঠাৎ আধ একটু সুইং ছাড়া বোলারদের জন্য খুব বেশি নেই। সকালে তাসকিন-মুস্তাফিজের প্রথম পাঁচ ওভারে তাই কোনো সাফল্য আসেনি। ষষ্ঠ ওভারে শুভাশীষকে আনলেন মুশফিক, প্রথম ওভারেই বাজিমাত। চতুর্থ বলে সুইং বুঝতে না পেরে বোল্ড উপুল থারাঙ্গা। পরের বলেও উইকেট পেয়ে গিয়েছিলেন শুভাশীষ, অলস এক শট খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্ত রিপ্লেতে দেখা যায় শুভাশীষের পা লাইবনের পেছনে ছিল না। নো বলের জন্য পর পর দুই বলে দুই উইকেট পেলেন না শুভাশীষ।
এরপর করুনারত্নেকে নিয়ে মেন্ডিস বেশ সতর্কতার সঙ্গেই খেলছিলেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন ৪৫ রানও যোগ করে ফেলেছিলেন। কিন্তু এবার আঘাত হানলেন মিরাজ। অফ স্টাম্পের ঠিক বাইরের বলটা কাট করার জন্য একটু বেশিই কাছে ছিল। করুনারত্নে সেটি করতে গিয়ে বল টেনে আনলেন স্টাম্পে। লাঞ্চের এক ওভার আগেই বাংলাদেশ পেল দ্বিতীয় উইকেট।