শ্রীলঙ্কাকে ৫০০ করতে দিল না বাংলাদেশ
স্কোরকার্ড
শ্রীলঙ্কা ১ম ইনিংস ১২৯.১ ওভারে ৪৯৪ (মেন্ডিস ১৯৪, গুনারত্নে; মিরাজ ৪/১১৩)
শুরুটা হয়েছিল দারুণ। মধ্যে পথ হারিয়ে ফেলার পর শেষে আবার ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ৯৬ রানে শ্রীলঙ্কার শেষ ৬ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ, শেষ পর্যন্ত ৪৯৪ রানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা। সেই কৃতিত্ব অনেকটাই পাওনা মেহেদী হাসান মিরাজের, ১১৩ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি নিয়েছেন দুর্দান্ত একটা ক্যাচও।
সকাল থেকেই রানের চাকা সচল রেখেছিল শ্রীলঙ্কা। ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও পাওয়া হয়নি কুশল মেন্ডিসের, সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে থেমে গেছে ডিকওয়েল্লার ইনিংসও। তবে দিলরুয়ান পেরেরা শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেছিলেন। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার ৫০০ ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার। তখনই আঘাত হানে বাংলাদেশ।
লাঞ্চের ঠিক পর পরই হেরাথকে আউট করে শুরুটা করেছিলেন মুস্তাফিজ। দারুণ এক ওভারে হেরাথকে বাধ্য করেন স্লিপে ক্যাচ দিতে। তবে দিলরুয়ান অন্য প্রান্তে তাঁর মতোই খেলছিলেন। লাকমলের সঙ্গে ২৩ রানের জুটিটা অবশ্য ভেঙে যায় দুজনের ভুল বোঝাবুঝিতে।
তবে দিলরুয়ান শ্রীলঙ্কাকে ৫০০র কাছাকাছিই নিয়ে যাচ্ছিলেন। তার পরেই আবার মিরাজের আঘাত, সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে যান দিলরুয়ান। এক ওভার পরেই সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন সান্দাকান, তবে মিরাজের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে আবার ফিরে গেছেন। ৪৯৪ রানেই থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস।