ক্রোর আরও কাছে উইলিয়ামসন
সংক্ষিপ্ত স্কোর
প্রথম টেস্ট, তৃতীয় দিন শেষে
দক্ষিণ আফ্রিকা ৩০৮ ও ৩৮/১ (আমলা ২৩, বোল্ট ১-৬)
নিউজিল্যান্ড ৩৪১ অল-আউট (উইলিয়ামসন ১৩০, মহারাজ ৫-৯৪)
নিউজিল্যান্ডের আশা হয়ে ছিলেন কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে কিউইরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে লিড নিয়েছে তাঁর সেঞ্চুরিতেই। ডানেডিনে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ছুঁয়েছেন রস টেলরকে। নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় টেলর-উইলিয়ামসনের থেকে এগিয়ে আছে শুধু মার্টিন ক্রো। নিউজিল্যান্ড কিংবদন্তির সেঞ্চুরির সংখ্যা ১৭টি।
তবে ১৬ সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংস লেগেছে উইলিয়ামসনের। ১০৭ ইনিংসেই ১৬ সেঞ্চুরি পূর্ণ হয়েছে তাঁর। ক্রোর লেগেছিল ১১৭ ইনিংস, টেলরের ১৪২।
উইলিয়ামসনের সেঞ্চুরির সঙ্গে বিজে ওয়াটলিংয়ের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই স্টিফেন কুককে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ধাক্কা পরে সামাল দেয়ার চেষ্টা করেছেন হাশিম আমলা ও ডিন এলগার।
আফ্রিকার ব্যাটিংয়ের সময় ইউনিভার্সিটি ওভালের দর্শক-স্ট্যান্ডে আগুন লাগার খবরে বেশ কিছুক্ষন বন্ধ থাকে খেলা। পরে খেলা শুরু হলেও আলোকস্বল্পতায় দিনের খেলার ইতি আগেভাগেই টানতে হয় আম্পায়ারদের।