• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    সেই শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশকে দেখতে চান হাথুরুসিংহে

    সেই শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশকে দেখতে চান হাথুরুসিংহে    

    ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতে নিয়েছিল তারা। বদলে যাওয়া সেই শ্রীলংকা দল থেকে বরাবরই অনুপ্রেরণা নিয়েছে অন্য দলগুলো। বাংলাদেশের শ্রীলংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশকে সেই ১৯৯৬ এর বিশ্বকাপজয়ী শ্রীলংকার অবস্থানে রেখে যেতে চান।

     

    সেবার শুধু বিশ্বকাপই জেতেনি লংকানরা। ১৯৯৬ সালের পর অরবিন্দা ডি সিলভা, মুরালিধরন এবং জয়সুরিয়ার মতো ক্রিকেটাররাও ধীরে ধীরে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। সাকিব-তামিমরাও দলের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারের গ্রাফকে ওপরের দিকেই নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। হাথুরুসিংহের অধীনে ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ এর এশিয়া কাপসহ অন্য সিরিজগুলোতেও ভালো খেলেছে দল। আগের দুই আসরে না থাকলেও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তারা। বাংলাদেশ কোচ জানিয়েছেন, বিদায় বলার আগে দলকে শক্ত একটা অবস্থানে নিয়ে যেতে চান, “২০১৯ সালে আমি বাংলাদেশকে ১৯৯৬ সালের শ্রীলংকার অবস্থানে দেখতে চাই। এটাই আমার লক্ষ্য। আমি বাংলাদেশের কোচের দায়িত্বটা ছাড়ছি না। যতক্ষণ না আমি নিজের কাজে বাধা না পাচ্ছি ততক্ষণ এই দায়িত্ব পালন করে যাবো।”

     

     

    ২০১৯ সালে বাংলাদেশ দলের সাথে চুক্তি শেষ হচ্ছে। হাথুরুসিংহে জানিয়েছেন, লংকানদের সাথে কাজ করতে ইচ্ছুক তিনি, “যদি শ্রীলংকা ক্রিকেট বোর্ড আমাকে কোনো দায়িত্ব দিতে চায় তাহলে অবশ্যই আমি সেটা করব। আমি আজ যে অবস্থানে আছি সেটা শ্রীলংকার জন্যই। প্রায় ২০ বছর আমি সেখানে খেলাটা  শিখেছি।  তারা যখনই আমাকে ডাকবে তখনই দেশের জন্য  কিছু করার চেষ্টা করব।”