এভাবে সুযোগ পাবেন, ভাবেননি সাব্বির
সীমিত ওভারে অনেক দিন ধরেই নিয়মিত মুখ। তবে সাব্বির রহমানের টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে গত বছর ইংল্যান্ডের সঙ্গে সিরিজ পর্যন্ত। এরপর নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গেও খেলেছিলেন। কিন্তু লিটন দাশ গ্লাভস পরায় তাঁকে জায়গা করে দিতে গল টেস্ট থেকে বাদ পড়ে যান সাব্বির রহমান। তবে নিয়তিই লিখে রেখেছিল, শততম টেস্টটা সাব্বির খেলবেন। লিটন চোট পাওয়াতেই সুযোগ মিলেছে দলে।
গল টেস্ট থেকে কলম্বোতে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন। মাহমুদউল্লাহ, মুমিনুলের জায়গায় ঢুকেছেন ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন। লিটন দাশের খেলারই কথা ছিল, কিন্তু কাল অনুশীলনে চোট পান পাঁজরে। সুযোগ মিলে যায় সাব্বিরের। নিজেই জানাচ্ছেন, এভাবে সুযোগ পেতে চাননি, ‘আসলে দুর্ভাগ্যজনকভাবে লিটন চলে যাওয়ার জন্য বোধ হয় আমি দলে ঢুকেছি। কখনোই ভাবিনি, লিটন অসুস্থ হয়ে যাওয়ায় খেলতে পারব। তবে আমি তৈরি ছিলাম, সুযোগ আসলে সেটা কাজে লাগাতে হবে।আশা করেছিলাম, একটা সময় সুযোগ আসবেই।’
এখন পর্যন্ত সেই সুযোগ কাজে লাগানোর সুযোগ পাননি। সেটা পেয়ে যেতে পারেন কালই। তবে এভাবে পাকেচক্রে সুযোগ পেয়ে বাংলাদেশের শততম টেস্টের ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন। সাব্বির অবশ্য বাড়তি কোনো চাপ নিচ্ছেন না, “এমনিতে এটা আর দশটা ম্যাচের মতোই। তবে শততম টেস্টে বলে একটু রোমাঞ্চ তো আছেই। এটা নিয়ে খুবই গর্ববোধ করি। আশা করি, গত টেস্টে যেসব ভুল হয়েছে সেটা এখানে শুধরাতে পারব।”