• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    ফিক্সারদের 'মৃত্যুদণ্ড' চান মিয়াঁদাদ!

    ফিক্সারদের 'মৃত্যুদণ্ড' চান মিয়াঁদাদ!    

    ম্যাচ পাতানোর ব্যাপারটা নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়েছেন। এবার অবশ্য জাভেদ মিয়াঁদাদের ভাষা একটু বেশি কঠিন। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ফিক্সিংয়ের সাথে জড়িত ক্রিকেটারদের ‘মৃত্যুদণ্ডের শাস্তি’ শোনানো!

     

    পিএসএলের শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের কালো ছায়া নেমে আসে পাকিস্তান ক্রিকেটের ওপর। এই নিয়ে গতকাল পর্যন্ত পাঁচজন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছে। মিয়াঁদাদ মনে করেন, শাস্তিটা কঠিন না হলে এরকম চলতেই থাকবে, “কর্তৃপক্ষের এসব নিয়ে ভাবার সময় এসেছে। তাঁরা কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেনো? ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকা ক্রিকেটারদের তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত!”

     

     

    শারজিল খান ও খালিদ লতিফের নিষেধাজ্ঞার পর মিয়াঁদাদ বলেছিলেন, পিসিবির কারণেই বাড়ছে স্পট ফিক্সিংয়ের ঘটনা।  মিয়াঁদাদ বলেছেন,  দ্রুতই এসব ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, “এরকম ঘটনার পর দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই এসব সহ্য করা যাবে না।”