'প্রথম ১০ ওভারেই ম্যাচটা হেরে গেছি'
লক্ষ্য ছিল ২৮০। সিংহলিজ ক্লাবের ব্যাটিং স্বর্গে অসম্ভব নয় মোটেও। কিন্তু শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে ২১০ রান করতে পারল বাংলাদেশ। তাহলে কি টসে জিতে বোলিং নিয়ে ভুল করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? মাশরাফি বলছেন, সিদ্ধান্তটা ঠিকই ছিল। এই উইকেটে ২৮০ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না। কিন্তু বোলিং ও ব্যাটিংয়ের প্রথম ১০ ওভারেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ।
টসে জিতে শুরুতে ব্যাট করে মাশরাফি যে চিন্তা করে বোলিং নিয়েছিলেন, শুরুতে সেটা বুমেরাং হয়ে এসেছে। প্রথম ১০ ওভারেই দুই লঙ্কান ওপেনার তুলে ফেলেছেন ৭৭ রান। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চলে গেছে ব্যাকফুটে। মাশরাফি এই ব্যাপারগুলই বড় করে দেখছেন, 'একটা স্পেল ভালো হলে, আর শুরুতে একটা উইকেট বা দুইটি উইকেট কম পড়লে পরিস্থিতি অন্যরকম হতে পারত। মুশফিক আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন, ও আর কিছুক্ষণ থাকলেই অনেক কিছু হতে পারত।'
কিন্তু শুরুতে ব্যাট করলে কি আরও ভালো হতে পারত না। মাশরাফি জোর দিয়েই বললেন, এই উইকেট এই রান তাড়া করা এমন কোনো কঠিন কাজ ছিল না, 'এখানে সেকেন্ড হাফে উইকেট আরও ফ্ল্যাট হবে, সেটা তো আগেই বোঝা যাচ্ছিল। ২৫০-২৬০ আমরা টার্গেট করেছিলাম আমরা। ওরা কিন্তু তার চেয়ে খুব বেশি কিছু করতে পারেনি। মিরাজের ব্যাটিংও ফলো করেন, বা তাসকিনে দেখেন। উইকেটে এমন কিছু ছিল না। নতুন বলে দুই পাশে সুইং করেছে, আর্লি উইকেট পড়েছে। সৌম্য সাকিব যদি আরেকটু থাকত, বা তাদের পরে যারা ছিল তাদের কেউ ফিফটি করতে তাহলে ম্যাচটা জিতে যেতে পারতাম।'
বোলিংয়ে প্রথম ১০ ওভারে লাগামটা ছুটে যাওয়ার কথাও মনে করিয়ে দিলেন, ' প্রথম দশ ওভারেই হেরে গেছি। দশ ওভারে এই উইকেটে ৫০ রানের ভেতর রাখতে পারলে আমাদের জন্য আদর্শ কিছু হতো। ৩৭ থেকে ৪৪ ওভার পর্যন্ত ভালো করেছি, এই ব্যাপার শুরু থেকে করলে চাপটা রাখতে পারতাম। '
তবে সামনের মাসেই ত্রিদেশীয় সিরিজ, এরপর চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডেময় বছরে মাশরাফি সামনের দিলেই তাকাচ্ছেন, 'আমি শুধু হতাশ না, পুরো দলই হতাশ। এটা ঠিক, এখানেই শেষ না। সামনে অনেক খেলা আছে। আয়ারল্যান্ডে যাব, চ্যাম্পিয়ন ট্রফি আছে। আসল ব্যাপার এই হারের কারণ বের করা, সেভাবে কাজ করা'