ডাক পেলেন মরকেল, মহারাজ
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আরও মাস দেড়েক বাকি। তবে একটা জায়গায় সবার চেয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, সবার আগেই ঘোষণা করে দিল চ্যাম্পিয়নস ট্রফির দল। সেই অর্থে বড় চমক কোনো চমক নেই, দলে এসেছেন মরনে মরকেল ও কেশব মহারাজ। আর নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন ডেন পিটারসেন ও তাবরাইজ শামসি। অধিনায়ক থাকছেন এবি ডি ভিলিয়ার্সই।
অবশ্য ডি ভিলিয়ার্সের নিজেকে নিয়েই প্রশ্ন ছিল। অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করেছেন, আইপিএলে খেললেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য তাঁর ওপরেই ভরসা রাখছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। মরনে মরকেলের জন্যও একরকম ফেরাই। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নিয়মিত সদস্য হলেও গত বছরের জুনের পর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ড সিরিজে খেলার পর ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। কেহসব মহারাজ টেস্ট খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি।
দক্ষিণ আফ্রিকার দলে অবশ্য অলরাউন্ডারদের জয়জয়কার- ক্রিস মরিস, অ্যান্ডাইল ফেলুকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস ও ওয়েইন পারনেল- চারজন অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সামনের মেতে প্রস্তুতি হিসেবে আরও তিনটি ওয়ানডে খেলবে তারা।
১৫ জনের দলঃ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ক্রিস মরিস, অ্যান্ডাইল ফেলুকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, ইমরান তাহির, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডেভিড মিলার, ফারহান বেহারডিয়েন।