নাসির আছেন, নাসির নেই
শেষ ওয়ানডে খেলেছেন গত বছরের অক্টোবরে, ইংল্যান্ডের সঙ্গে। নাসির হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে নেই এরপর থেকেই। দলের বাইরের কোনও খেলোয়াড়কে নিয়ে যদি সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা নাসির হোসেন। সেই নাসির দলে ফিরলেন শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকেও নাই হয়ে আছেন স্ট্যান্ডবাই হয়ে।
মূলত নাসিরের জন্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও তার আগে সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প হবে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নেয়ার একটা ধাপ। এমনটাই বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘নাসির যেমন এক বছর ধরে কোনো সফরে নেই। আমরা তাকে একটা প্রক্রিয়ার মধ্যে এনেছি। ইমার্জিংয়ে ভাল করেছেন। যেহেতু সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে, কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার একটা ব্যাপার আছে। আমাদের অনেক ক্রিকেটারই এমন কন্ডিশনে খেলেনি।’
তবে আয়ারল্যান্ডেও নাসিরের জন্য জায়গা নেয়ার লড়াইটা কঠিন হবেই বলে মনে করেন তিনি, ‘এখানে পাকা জায়গার কোনও ব্যাপার নেই। একই জায়গায় তিনজন ছিল। মোসাদ্দেক, সাব্বির, মাহমুদউল্লাহ, এরপর আসে নাসির হোসেন। এখন সাব্বিরকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি তিনে ব্যাট করেন। এখানে একটা জায়গা খালি হয়েছে। এই তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে, ছয় ও সাত নম্বরে কে খেলবেন।’
নাসির নির্বাচকদের বিবেচনাতে ছিলেন আগে থেকেই, ‘ইমার্জিং কাপে নেয়া হয়েছিল এ কারণেই। আন্তর্জাতিক থেকে দূরে সরে গেছে। সে অনেকদিন ধরে বাইরে আছে, ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করবে। সে অভিজ্ঞ, আশা করি আবার আগের জায়গায় খুব তাড়াতাড়ি ফিরে আসবে।’
নাসিরকে ভাবা হচ্ছে ভবিষ্যতের জন্যও, ‘এরপর সামনে আমাদের আরও সফর আছে। দক্ষিন আফ্রিকায় বড় সিরিজ খেলতে হবে। ঘরোয়া ও আন্তর্জাতিকে পার্থক্য আছে। কাউকে হুট করে নিয়ে যাওয়া ঠিক না।’
লম্বা দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যাওয়া হচ্ছে এ কারণেই। যেখানে সুযোগ পেলে নাসিরকে প্রমাণ করতে হবে অনেক কিছুই।