কন্ডিশনের কথা ভেবেই শফিউল
সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নেমেছিলেন। এরপর বিপিএলে খুলনা টাইটানসের হয়েও দারুণ করছিলেন। কিন্তু বিপিএলের শেষদিকে চোট তাঁকে ছিটকে দেয় নিউজিল্যান্ড সিরিজ থেকে। এরপর ফিট হলেও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে আর দলে জায়গা পাননি। অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল শফিউল ইসলামের, আবার ডাক পেলেন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আনোয়ার জানিয়েছেন, কন্ডিশনের কথা ভেবেই শফিউলকে আবার দলে নেওয়া হয়েছে।
বিপিএলে চোটের কিছুদিন পরেই অবশ্য মাঠে ফিরেছেন শফিউল। হায়দরাবাদে ভারতের টেস্টে সঙ্গে টেস্টে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি। এরপর বড় দৈর্ঘ্যের ম্যাচও খেলেছেন, বিসিএলে নর্থ জোনের হয়ে ইনিংসে ছয় উইকেটও নিয়েছে। তবে মিনহাজুল বলেছেন, শফিউলকে টানা খেলানো তারপরও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেত। এই মুহূর্তে সেই ঝুঁকি নেই বলেই তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলের জন্য আবার ভেবেছেন, জানিয়েছেন মিনহাজুল, 'শফিউল শেষ বিপিএলে ইনজুরিতে না পড়লে অনেকগুলো সিরিজে থাকত। তার ওপর ওকে টানা খেলানোটা একটু ঝুঁকি হয়ে যেত। শ্রীলঙ্কাকে অনেক গরম ছিল, ওখানে কন্ডিশনের জন্য ওকে নেওয়া হয়নি। তখনও ওকে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হতো। এখন আমরা দেখছি ওর ফিটনেসের অবস্থা ভালোর দিকে, তার ওপর কন্ডিশনও হবে অন্যরকম। এখন আমাদের মনে হয়েছে ওর টানা ম্যাচ খেলার অবস্থাও এসেছে। সবকিছু চিন্তা করেই ওকে আবার দলে নেওয়া হয়েছে।’
ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়নস ট্রফিতে শফিউল সেই আস্থার প্রতিদান দিতে পারেন কি না, এখন তারই অপেক্ষা।