• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'কোচেরও বিরতির দরকার আছে'

    'কোচেরও বিরতির দরকার আছে'    

    নির্বাচক কমিটিটা বাংলাদেশে একটু অদ্ভূতই। তিনজন 'নির্বাচক' মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার ও সাজ্জাদ আহমেদের সঙ্গে আছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহ, আছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। আবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথারও ‘মূল্য’ আছে সেখানে! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যখন দল ঘোষণা করা হচ্ছে, কোচ তখন ছুটিতে। দল নির্বাচনে কোচের ভূমিকাটা আসলে কী তাহলে? ঘরোয়া ক্রিকেটও কোচ কখনও পুরো ম্যাচ দেখেননি বলেই জানেন সবাই।

     

    তবে নিজেদের মধ্যে সমন্বয় আছে বলেই মত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের, ‘নির্বাচক প্যানেলে আমরা পাঁচজন আছি। আমাদের পুলের বাইরে যারা খেলোয়াড় আছে, আমরা চারজন তাদের দেখভাল করি। তাকে পুরো বিষয়ের একটা চিত্র দেয়ার চেষ্টা করি।’

     

    কোচের পক্ষে দল নির্বাচনের আগের কাজগুলো করা একটু কঠিনই হয়ে যায়, ‘তাকে সিরিজ নিয়ে পরিকল্পনা করতে হয়, কাকে কিভাবে খেলাবে, সেটার পরিকল্পনা করতে হয়। কাজ আছে অনেক। কোচিং করানো তো আছেই। আর লম্বা সফরের পর তো তারও বিরতির দরকার আছে।’