• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    এই দলে আস্থা রাখছেন তামিম-সৌম্য

    এই দলে আস্থা রাখছেন তামিম-সৌম্য    

    আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আর ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা হয়েছে গতকালই। সাম্প্রতিক সিরিজগুলোতে যারা ছিলেন মূলত তাঁদের নিয়েই ঘোষিত স্কোয়াডে চমক নেই বললেই চলে। ‘প্রত্যাশিত’ দল নিয়ে দুটো টুর্নামেন্টে ইতিবাচক ফলের আশা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

     

    নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে শ্রীলংকা সফরের তিন স্কোয়াডেই ছিলেন পেসার রুবেল হোসেন। কিন্তু খেলার সুযোগ হয় নি। সামনের টুর্নামেন্ট দুটোতে এই দল ভালো করবে বলেই মনে করছেন তিনি, “আমার মতে দল অবশ্যই খুব সুন্দর হয়েছে। আমরা যদি মাঠে আমাদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো।”

     

    দলের মধ্যকার রসায়নটাকে গুরুত্ব দিচ্ছেন সৌম্য সরকার, “এই দলটি অনেকদিন ধরে একসাথে খেলছে। বোঝাপড়াটাও অনেক ভালো। আশা করি সবাই মিলে চেষ্টা করলে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা এগিয়ে থাকবো।”

     

    ‘প্রত্যাশিত’ দল নিয়ে সেরা ক্রিকেটটা খেলতে চান তামিম ইকবাল, “এই দলে বেশিরভাগই তো প্রত্যাশিত। দুয়েকটা হয়তো পরিবর্তন হয়েছে। ওটা কন্ডিশনের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে। দল নিয়ে আমি সন্তুষ্ট। যারাই খেলুক না কেন, সবারই দায়িত্ব থাকবে নিজেদের কাজটা ঠিকঠাক করা। আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো। আমাদের লক্ষ্যটা অবশ্যই সেরা ক্রিকেট খেলা। তার আগে আমাদের দশ দিনের একটা ক্যাম্প আছে। ওটা খুব গুরুত্বপূর্ণ। আমি ক্যাম্পে অংশ নিতে মুখিয়ে আছি।”