'সবকিছু বিবেচনা করেই সাকিব অধিনায়ক'
নামটা অনুমিতই ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাই এলো আজ শনিবার বিসিবির নির্বাহী কমিটির সভার পর, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। এর ফলে এখন থেকে ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির নির্বাহী কমিটির সভায় ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে সাকিবসহ আরও দুয়েকজনের নাম প্রস্তাব করা হয়। সভা শেষে সাকিব আল হাসানকেই এই দায়িত্ব দেয়ার কথা সাংবাদিকদের জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, “টি-টোয়েন্টিতে মাশরাফি আর অধিনায়ক নেই। পাকিস্তান সিরিজ সামনে, খুব শীঘ্রই আমাদের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাকিবকে অধিনায়ক করব।...সহ-অধিনায়ক হিসেবে এমনিতেই তাঁর নাম চলে আসছে, আর আর তাঁর পারফরম্যান্সও এখন খুব অসাধারণ।”
এর আগে অবশ্য মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার পর শ্রীলংকাতেই সাকিবকে তাঁর উত্তরসূরি করার আভাস দিয়ে রেখেছিলেন বিসিবি সভাপতি।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সীমিত ওভারের দুই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসা সাকিব এর আগে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা এই অলরাউন্ডার সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে এ পর্যন্ত ২৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।