মালিঙ্গা ফিরলেন ওয়ানডে দলেও
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ফিরেছিলেন দলে। সেবার অবশ্য শুধু টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার লাসিথ মালিঙ্গা ফিরছেন ওয়ানডেতেও, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তাঁকে রেখেই ১৫ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
চোটের জন্য অনেক দিনই ছিলেন দলের বাইরে। বাংলাদেশের সঙ্গে ফিরে একটা হ্যাটট্রিকও অবশ্য পেয়েছিলেন। আইপিএলে এখন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও খেলছেন। মালিঙ্গার সর্বশেষ ওয়ানডে অবশ্য খেলেছেন আরও দুই বছর আগে।
বাংলাদেশের সঙ্গে সিরিজে চোটের জন্য বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আবার দলে ফিরেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। ওই সিরিজে চোটের জন্য খেলতে না পারা নিরোশান ডিকওয়েলারাও আছেন এই দলে। তবে লাহিরু কুমারা, মিলিন্দা সিরিবর্ধনা, দিলরুয়ান পেরেরাদের জায়গা হয়নি দলে।
শ্রীলঙ্কা দল
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, দীনেশ চান্ডিমাল, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গ লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, সেকুগে প্রসন্ন।