'মুস্তাফিজের সঙ্গে যা ঘটছে, সেটাই স্বাভাবিক'
বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাবটা বিস্ময়করই বটে । প্রথম দুই ওয়ানডেতে এগারো উইকেট। মুস্তাফিজ মানেই যেন নতুন কিছু। তবে চোটে পড়ার পর থেকে সেই আগের মুস্তাফিজকে খুঁজে পাচ্ছেন না যেন অনেকেই। এমনকি আইপিএলে নিজের দল হায়দরাবাদের গতবারের গুরুত্বপূর্ণ সদস্য হলেও এবার খেলেছেন মোটে একটি ম্যাচ। দেশে ফিরে আসছেন সময়ের আগেই। কী হলো মুস্তাফিজের? প্রশ্নটা অনেকেরই। উত্তর দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক বলছেন, মুস্তাফিজের সঙ্গে যা হচ্ছে, সেটা বাস্তবতা, ‘আমার কাছে মনে হয়, এখন যেটা ঘটছে সেটাই স্বাভাবিক। এর আগে যেটা ঘটেছে, সেটাই অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিকে আপনি এসেই চার-পাঁচ ম্যাচে ত্রিশ উইকেট পাবেন, এটা অবিশ্বাস্য।’
মুস্তাফিজের কাটার বা অন্যান্য অস্ত্রগুলোও এখন ব্যাটসম্যানরা বুঝে যাচ্ছেন, ‘এখন যেটা করতে হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে ব্যাটসম্যানরা ভাল পড়তে পারছে। প্রত্যেক দলেই উঁচুমানের ভিডিও বিশ্লেষক আছে। তারা ওর শক্তিশালী দিকগুলো বের করছে।’
চোট মুস্তাফিজের ওপর একটা বড় প্রভাব ফেলেছে বলেও মনে করেন মাশরাফি, ‘মুস্তাফিজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চোট। তিন চার মাস আগে চোট থেকে ফিরেছে। আরেকটা সমস্যা হচ্ছে, ওর বয়স কম। সবমিলিয়ে পরিস্থিতিটা ওর জন্য কঠিন।’
তবে ‘সমস্যা’ আরও প্রকট আকার ধারণ করবে, যদি প্রত্যাশার পারদটা অযাচিত উচ্চতায় উঠে যায়, ‘সব মিলিয়ে আমরা যদি ওকে চাপ দিতে থাকি, সেটা ওর জন্য আরও কঠিন হবে। আমার মনে হয় যে, সে এর মাধ্যেই এটা প্রমাণ করেছে, সে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভবিষ্যত।’
সেই ভবিষ্যতকে পেতে হলে তাঁকে থাকতে দিতে হবে নিজের মতো ‘আমরা যদি তাকে চাপমুক্ত রাখতে পারি, ও যেটা করে এসেছে সেদিকে না তাকিয়ে বাস্তবতা মেনে নেই, সে তাহলে পরবর্তী দশ বছরে আমাদের জন্য অনেক বড় সম্পদ হবে।’
শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টে মুস্তাফিজ নিয়েছেন আট উইকেট, তিন ওয়ানডেতে ছয়টা, দুই টি-টোয়েন্টিতে চারটা। পরিসংখ্যান বলবে, মুস্তাফিজ বোলিং করেছেন ভালই। তবে নামটা মুস্তাফিজ বলেই হয়তো ধৈর্য্যের বাঁধ মানছে না অনেকেরই।
বাস্তবতা মেনে নিয়ে সেই ধৈর্য্যটা কি ধরবেন সবাই?