• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'দেশের বাইরে ঠিক পথেই আছে বাংলাদেশ'

    'দেশের বাইরে ঠিক পথেই আছে বাংলাদেশ'    

    সেই আড়াই বছর আগে জিম্বাবুয়ে দিয়ে শুরু। এরপর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের পর আফগানিস্তানের সাথে দেশের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই ধারা ভেস্তে গেছে ইংল্যান্ডের সঙ্গে, এরপর দেশের বাইরে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গেও জিততে পারেনি বাংলাদেশ। তবে মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, দেশের বাইরেও দল ঠিক পথেই আছে।

    আফগানিস্তানের সঙ্গে সিরিজে দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজ জিতলেও এরপর ইংল্যান্ডের সঙ্গে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই হতে হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে পরে এগিয়ে গিয়েও পারেনি বাংলাদেশ। তবে মাশরাফি ব্যাপারটা দেখছেন একটু অন্য দৃষ্টিকোণ থেকে, ‘আফগানিস্তানের সাথে আমরা যে ম্যাচটা হেরেছিলাম, সেটা আসলে একটু অপ্রত্যাশিত ছিল। একই সময়ে ইংল্যান্ডের সঙ্গে আম্পরাও সুযোগ হারিয়েছি, কারণ ম্যাচটা আমাদের নিজেদের মাঠে ছিল। কিন্তু আমার মনে হয়, এর পর যা হয়েছে সেটা আসলে খুব বেশি অপ্রত্যাশিত নয়। বিশেষ করে নিউজিল্যান্ডে যা হয়েছে, সেটা আসলে একটু অন্যরকম পরিস্থিতি ছিল। এখানে একটা ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এখানে আমাদের গ্রাফটা ঠিকই আছে। শ্রীলঙ্কাও আমরা হারিনি, তৃতীয় ম্যাচটা অবশ্য জেতা উচিত ছিল।’

     

    সর্বশেষ নিজেদের দেশে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে উঠেছিল আরেক স্বাগতিক নিউজিল্যান্ড। বাইরে গিয়ে জেতা যে কঠিন, সেটাও মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক, "দেশের বাইরে গিয়ে জেতা কঠিন, এটা ক্রিকেট বিশ্লেষকরা ভালোই জনেন। আমরা যদি অন্যান্য দলের দিকে তাকাই দেশের বাইরে খুব দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারেনি। এখনও অনেক বড় দল অ্যাওয়ে ম্যাচ অনেকগুলোই হারে। এই টিম অন্যান্য দলের চেয়ে অ্যাওয়ে ম্যাচে অনেক ভালো করেছে। আমার ব্যক্তিগতভাবে ড্রেসিংরুমে যে অনুভূতিটা হয়, অন্যান্য দলের চেয়ে দেশের বাইরে আমরা ভালো করেছি।’

    ইংল্যান্ডে বাংলাদেশ দল সেই ধারাটা বজায় রাখতে চাইবে, সেটাই চাইবেন মাশরাফি।