• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ক্যাম্প থাকলেই সফল হব, বলা কঠিন'

    'ক্যাম্প থাকলেই সফল হব, বলা কঠিন'    

    অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ বা গত নিউজিল্যান্ড সফরের আগে, বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প প্রায় নিয়মিতই হয়ে আসছে। চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে এবার সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজা অবশ্য বলছেন, ক্যাম্প থাকলেই যে দল ভালো করবে এমন কোনো কথা নেই। তারপরও প্রস্তুতির জন্য ক্যাম্পটা গুরুত্বপূর্ণ মানছেন বাংলাদেশ অধিনায়ক। 

     দেশ ছাড়ার আগের সংবাদ সম্মেলনে মাশরাফি আজ এ নিয়ে কথা বললেন,‘ক্যাম্প অবশ্যই সাহায্য করে। নিদেনপক্ষে উইকেট সম্বন্ধে ধারণা দেয়। একই সময়ে, ওদের কন্ডিশনটা কেমন, সেটা বুঝতে সাহায্য করে। আবার এটাও বলবো, প্রাক-গ্রীষ্মে ওখানকার আবহাওয়া দ্রুত বদলাবে। ২০১৫ সালের বিশ্বকাপের আগে আমরা যা করতে চেয়েছিলাম, পেরেছি। আবার নিউজিল্যান্ড সফরের আগে ব্যর্থ হয়েছি। এটা বলা কঠিন, ক্যাম্প থাকলেই সফল হবো। তবে প্রস্তুতির জায়গা থেকে বলতে পারি, এটা “আপ টু দ্য মার্ক” হবে।’

     

    ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, আবার ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশকে বদলাতে হবে আবহাওয়া। ‘ক্যাম্পটা তো প্রস্তুতি হিসেবে নেয়া হচ্ছে। আর আয়ারল্যান্ডেরটাকে তো টুর্নামেন্ট বলতে পারেন। তবে আয়ারল্যান্ডের উইকেট কেমন হবে, আমি সেটা নিশ্চিত না। সেখানে শুনেছি এখনও শীত, ইংল্যান্ডে প্রাক-গ্রীষ্ম। দুইরকম আবহাওয়ায় উইকেট দুইরকম আচরণ করতে পারে। আমরা যে ১০-১২ দিনের ক্যাম্প করবো, সেটা ভাল প্রস্তুতির একটা সময় হতে পারে।’

     

    আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটাকে গুরুত্বপূর্ণ মানছেন বাংলাদেশ অধিনায়ক, ‘র‍্যাংকিংয়ের দিক দিয়ে চিন্তা করলে, চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে চিন্তা করলে এটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে অনেক সময় আর সুযোগ পাচ্ছি। অনুশীলন ম্যাচ আছে, আন্তর্জাতিক আছে। প্রস্তুতির দিক দিয়ে বলবো, আমরা যদি ভালভাবে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচের আগ পর্যন্ত আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারি, সেটা অবশ্যই ভাল হবে।’