এক ভাইয়ের জায়গা নিলেন আরেক ভাই
গত বছরও পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর অধিনায়কত্ব তো বটেই, দলে জায়গাও হারিয়ে ফেলেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে তাই দর্শক হয়েই দেখতে হয়েছে তাঁকে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান দলে আবার ফিরেছেন আজহার আলী, তাঁর সঙ্গে দলে ফিরেছেন উমর আকমলও। তবে অধিনায়কত্ব ফিরে পাননি আজহার, সেই দায়িত্বটা সরফরাজ আহমেদের হাতেই।
তবে উমর ফিরলেও ভাই কামরান আকমলের ভাগ্যটা প্রসন্ন হয়নি, দল থেকেই বাদ পড়তে হয়েছে। পিএসএলে দারুণ পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন, কিন্তু তিন ওয়ানডেতে করেছেন মাত্র ৬৮ রান। সঙ্গে সহজ কিছু ম্যাচ মিসের খেসারতও দিতে হয়েছে। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বোলার ফাহিম আশরাফও।
১৫ জনের দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শাদাব খান, মোহাম্মদ আমির, জুনাইদ খান, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আজম, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, হাসান আলী।