'আইপিএলের অভিজ্ঞতা চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে'
আইপিএল এই বছর ইংলিশ ক্রিকেটারদের জন্য বেশ রমরমাই। রেকর্দ দামে বিক্রি হয়েছেন বেন স্টোকস্; জস বাটলার, জেসন রয়, টায়মাল মিলস, ক্রিস ওকসরাও এবার খেলছেন নিয়মিত। কেভিন পিটারসেন কদিন আগেই বলেছিলেন, আইপিএল অভিজ্ঞতা চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভালো কাজে দেবে ইংলিশদের। এবার মাইকেল ভনও বললেন, আইপিএলে খেলাটা ইংল্যান্ডের জন্য ভালো কিছুই হবে।
চ্যাম্পিয়নস ট্রফি ইংল্যান্ডের কাছে বরাবরই একটা প্রহেলিকা। ২০০৪ এবং ২০১৩ সালের সর্বশেষ আসরে দুবার ফাইনাল খেলাই তাদের সর্বোচ্চ সাফল্য। তবে সীমিত ওভারে এই ইংল্যান্ড দল এবার আরও বেশি কিছুর ভরসা দেখাচ্ছে। সাবেক অধিনায়ক মাইকেল ভনও বলছেন, এবারের আইপিএল সেই পথে তাদের আরও এগিয়ে দিতে পারে, 'আইপিএলে খেলাটা একটা বিশাল অভিজ্ঞতা। অনেক আগে থেকেই এখানে ইংলিশদের খেলা উচিত ছিল। কেভিন পিটারসেন ঠিকই বলেছিল। ইংল্যান্ডের এখানে আরও বেশি করে খেলা উচিত, এটা তো সে সেই কবে থেকেই বলে আসছিল।' একটা সময় ইংল্যান্ডের বাইরের লিগে খেলার অত রেওয়াজ ছিল না, সেটা থেকে বেরিয়ে আসাটাও ইতিবাচকভাবেই দেখছেন ভন, 'আমার মনে হয় এখন একটা গন্ডি থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আগে বিগ ব্যাশে সবাই খেলার সুযোগ পেত। এখন তো আইপিএল আছেই।'
আইপিএল খেলার আরও একটা ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন ভন, 'সাদা বলে ওদের অভ্যস্ততাও কিন্তু বাড়ছে। আমি কিন্তু ভালো ছাড়া মন্দ কিছু দেখছি না। এরকম লিগে ইংলিশদের আরও বেশি খেলা উচিত। তাতে আয়ারল্যান্ডের সঙ্গে কেউ এক দুইটি ম্যাচে না খেলতে পারলেও খুব ক্ষতি নেই।'
এবারের ইংল্যান্ড দল নিয়েও বেশ আশাবাদী ভন, 'এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের দলটা খুব ভালো ছিল না। তারপরও আমরা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি। কিন্তু এই দলটা আসলেই ভালো। শিরোপা জেতার সামর্থ্যটা তাদের আছে। কিন্তু কাগজে কলমে হলেই তো হবে না, সেটা মাঠেও অনুবাদ করে দেখাতে হবে।'