• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    আইসিসিকে শোকজ নোটিশ পাঠাবে বিসিসিআই

    আইসিসিকে শোকজ নোটিশ পাঠাবে বিসিসিআই    

    বহু বিতর্কের পর অবশেষে বাতিল হতে যাচ্ছে ‘তিন মোড়লের নীতি’। ভোটাভুটিতে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে ভালোই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করবে ভারত, এমন গুঞ্জনও উঠেছে। এবার জানা গেলো, আগামী ৭ তারিখের বৈঠকের পর নতুন লভ্যাংশ প্রাপ্তির নীতির বিরোধিতা করে আইসিসিকে শোকজ নোটিশ পাঠাবে বিসিসিআই।

    লভ্যাংশ বন্টনের নতুন নীতিতে একেবারে খুশি নয় ভারত। আইসিসির বৈঠকে আগের নীতি বাতিল হওয়ার সিদ্ধান্তের পর থেকে বিসিসিআইয়ের পক্ষ থেকে অনেকেই আভাস দিয়েছিলেন, শক্ত পদক্ষেপই নিতে যাচ্ছে ভারত। বিসিসিআই মনে করছে, প্রতিবাদ না জানালে আইসিসির সিদ্ধান্তকেই মেনে নেওয়া হবে, “বিসিসিআই যদি এই নোটিশটা না পাঠায় তাহলে ধরে নেওয়া হবে আইসিসি এবং শশাঙ্ক মনোহর থেকে প্রস্তাবিত অর্থে ভারত রাজি। কিন্তু ব্যাপারটা মোটেও এমন না।”

     

    এদিকে নতুন কাঠামো অনুযায়ী ২৯৩ মিলিয়ন ডলার পাবে ভারত। এর সাথে আরও ১০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। বিসিসিআই অবশ্য দাবি করেছিল ৫৭০ মিলিয়ন ডলার। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরী আইসিসির নতুন কাঠামো কিছুতেই মানতে পারছেন না, “এটা তাঁরা কীভাবে ভুলে গেলো আইসিসির লভ্যাংশের বিশাল একটা অংশ ভারত থেকে আসে? ভারত নিজেদের প্রাপ্য অংশের চেয়ে অনেক কম পাচ্ছে।  এটা কারো অজানা নয় যে প্রায় ৭০ শতাংশ মুনাফা ভারতের বাজার থেকে আসে। আইসিসি আমাদের ২৯৩ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেছে। এটা ভারতের অবদানের তুলনায় খুবই নগণ্য!”

    গুঞ্জন উঠেছে, দাবি না মানায় এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করবে ভারত। তবে বিসিসিআইয়ের পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র গুহ মনে করেন, এভাবে সরে আসাটা উচিত হবে না, “আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেট খেলাটা আমাদের বিনোদনের জন্য।  চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করা অথবা এটার হুমকি দেওয়াতে কিন্তু আমাদেরই ক্ষতি। ভারত যদি না খেলে, তাহলে এই ইভেন্ট সম্প্রচার করা চ্যানেলরাও বিপাকে পড়বে।”