মুশফিকের সেঞ্চুরিতেই বাংলাদেশের গা গরম
স্কোরকার্ড
বিসিবি একাদশ ৫০ ওভারে ৩৪৫/৭ (মুশফিকুর ১৩৪*, সৌম্য ৭৩, ইমরুল ৩৪; কার্টলি ৩/৪৬)
ডিউক অব নরফোক একাদশ ৯৫/০ , ১৯ ওভারে
ফলঃ ম্যাচ পরিত্যক্ত
গত শুক্রবার ইংল্যান্ডে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে ম্যাচে প্রস্তুতিটা পরখ করে নেওয়ার সুযোগটা এলো আজ। ডিউক অব নরফোকের একাদশের সঙ্গে অবশ্য বাংলাদেশ শুধু ব্যাটিংটাই অনুশীলন করতে পেরেছে। নরফোকের ব্যাটিংয়ের পরেই ম্যাচ হয়ে গেছে পরিত্যক্ত। তবে এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি প্রাপ্তি খুঁজে নেবেন মুশফিকুর রহিমই। ৯৮ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংসে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বার্তাও দিয়ে রেখেছেন।
প্রস্তুতি ম্যাচে ফল কখনোই গুরুত্বপূর্ন নয়। নরফোকের সঙ্গে ম্যাচটা গা গরমেরই বলা কঠিন। মূলত সাসেক্সের স্থানীয় কিছু ক্রিকেটারদের নিয়ে গড়া এই ম্যাচটা এক অর্থে উৎসবের আবহেই হয়েছে। সাবেক দুই ইংলিশ ক্রিকেটার ক্রিস অ্যাডামস ও জেমস কার্টলি তাকার পরেও তাই ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতার মোড়কে রাখা কঠিন।
হুট করেই দেশে ফিরে যাওয়ার কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ম্যাচে ছিলেন না। শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের, প্রথম ১০ ওভারেই দুই ওপেনার ইমরুল ও সৌম্য তুলে ফেলেন ৬৬ রান। তামিম এই ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন। তিনে নেমে সাব্বির তেমন কিছু করতে পারেননি, আউট হয়ে গেছেন ৫ রান করেই। এরপর সৌম্যর সঙ্গে জুটি বাঁধেন রিয়াদ, কিন্তু তিনিও আউট হয়ে যান ৪ রান করে। সৌম্যও ৭৩ রান করে ফিরে যাওয়ার পর জুটি বাঁধেন মুশফিক ও নাসির।
মুশফিক অবশ্য ততক্ষণে হাত খুলে খেলতে শুরু করেছেন। নাসির ২৬ রান করলেও মুশফিক শেষ পর্যন্ত থামেননি, তুলে নিয়েছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৩৪৫।
এরপর নরফোক ১৯ ওভারে ৯৫ রান তোলার পর বৃষ্টি এসে বাকি খেলা ভাসিয়ে নিয়ে গেছে।