মালিঙ্গাদের বোলিং পরামর্শক ডোনাল্ড
নিজের ক্যারিয়ারে ২২ গজে ছিলেন ভয়ংকর। অবসরের পর বিভিন্ন দলের সাথেই কাজ করেছেন। এবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য শ্রীলংকা দলের বোলিং পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন 'সাদা বিদ্যুৎ' খ্যাত অ্যালান ডোনাল্ড।
একরকম অপ্রত্যাশিতভাবেই দায়িত্বটা এসেছে ডোনাল্ডের কাঁধে। এই গ্রীষ্মেই ইংলিশ কাউন্টি দল কেন্টের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে সামনের বছরেই বুঝে নিতে হবে দায়িত্বটা। এই কারণেই শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রস্তাবটা গ্রহণ করেছেন। লংকান বোর্ড জানিয়েছেন, এই মাসেই দলের সাথে যোগ দেবেন ডোনাল্ড, “ পাল্লেকেলে স্টেডিয়ামে মে মাসের ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলা কন্ডিশন প্রোগ্রামে দলের সাথে যোগ দেবেন ডোনাল্ড।”
বর্তমানে চামিন্দা ভাস, চম্পকা রমানায়েকে, রবিন্দ্র পুষ্পকুমারা ও নুয়ান জয়সা লংকান দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বোর্ড আশা করছে, ডোনাল্ড তাঁদেরকেও নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে অনেক কিছু শেখাবেন। আগামী দুই মাসের জন্য দায়িত্ব পাওয়া ডোনাল্ডও লংকানদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন, “ আমি কেন্টের প্রতি শতভাগ দায়বদ্ধ। তবে তাঁদের সাথে এই মুহূর্তে কাজ করতে না পেরে খারাপ লাগছে। অন্যদিকে এই সময়ের মাঝে আমি শ্রীলংকা দলের সাথে কাজ করব। ভালো একটা অভিজ্ঞতা হবে আশা করি। এর মাঝে কেন্টের খেলার ব্যাপারেও নিয়মিত খোঁজ রাখব।”