• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'গম্ভীর এখনো ব্যাপারটা মনে রেখেছে'

    'গম্ভীর এখনো ব্যাপারটা মনে রেখেছে'    

    এমনিতেই দুই দেশের মধ্যে চাপান উতোর চলছে। সিরিজ বাতিলের জন্য এর মধ্যে বিসিসিআইকে আইনি সমনও দিয়েছে পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দেশের আবার মুখোমুখি হওয়ার কথা, যদিও ভারত এখনো দল ঘোষণা করেনি। শহীদ আফ্রিদি অবশ্য আশাবাদী, ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে। ভারতের খেলোয়াড়দের সঙ্গে তাঁদের সম্পর্কটা যে দারুণ, সেটাও মনে করিয়ে দিলেন। তবে এর মধ্যেই যে গৌতম গম্ভীর ব্যতিক্রম, সেটাও মনে করিয়ে দিলেন।

    চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আইসিসির ওয়েবসাইটে কলাম লিখছেন আফ্রিদি। সেখানেই বলেছেন, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা দারুণ, ‘অনেকেই মনে করে, ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের সম্পর্কটা ভালো নয়। ব্যাপারটা ঠিক তার উলটো। তবে গৌতম গম্ভীরের মতো কিছু ব্যতিক্রম তো আছেই।’

    কিন্তু আলাদা করে গম্ভীরের কথা বললেন আফ্রিদি? ভারতের সাবেক এই ওপেনারের সঙ্গে কী-ই বা হয়েছে তাঁর? ১০ বছর আগে কানপুরে আফ্রিদির সঙ্গে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল গম্ভীরের। পরে অবশ্য দুজনকে ম্যাচ ফির জরিমানা দিয়ে শাস্তি পেতে হয়েছিল। ওই ঘটনা এখনো ভোলেননি আফ্রিদি, ‘গম্ভীরের সঙ্গে আমার ঠিক বন্ধুতা নেই। আমাদের দুজনকে একসঙ্গে কফি খেতে দেখার সম্ভাবনাও নেই। বেশ কয়েক বছর আগে আমাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছিল। তখন সেটা নিয়ে বেশ তোলপাড়ও হয়েছিল। এরপর অনেক সময় কেটে গেছে, অনেক কিছুই হয়েছে। আমিও ব্যাপারটা ভুলে গেছি, কিন্তু গম্ভীর ভোলেনি। ওর জন্য আমার শুভকামনা রইল।’

    তবে বাকিদের মোটামুটি উচ্ছ্বসিত হয়েই প্রশংসা করেছেন আফ্রিদি, ‘আমার সাথে কিন্তু যুবরাজ, জহির খান ও হরভজনের দারুণ সম্পর্ক। আমার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যেই ওরা পড়বে। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এখন আমাদের বয়স হয়েছে, দায়িত্বও অনেক বেড়েছে। কিন্তু নিজেদের মধ্যে দেখা হলেই আমরা আড্ডায় ব্যস্ত হয়ে পড়ি।’