• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    টেন্ডুলকার-দ্রাবিড়ও চান, ভারত খেলুক

    টেন্ডুলকার-দ্রাবিড়ও চান, ভারত খেলুক    

    দল ঘোষণার সময় পেরিয়ে গেছে আগেই। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সেই বিলম্বকে বলেছিল ‘পদ্ধতিগত’। ভারত কি শেষ পর্যন্ত খেলবে চ্যাম্পিয়নস ট্রফি? চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দিল্লীর ৭ তারিখের বৈঠকে। তবে সাবেক ভারতীয় ক্রিকেটাররা বলছেন, ভারতের উচিৎ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। সাবেক এই ক্রিকেটারদের তালিকায় আছেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি ও বোর্ড সম্পৃক্তরাও।

     

    আইসিসির সর্বশেষ মিটিংয়ের ভোটাভুটিতে চরম পরাজয় ঘটেছে ভারতের। ভারতের দাবি-দাওয়া নিয়ে দরকষাকষি চলছে। তবে আইসিসির অনড় অবস্থান কিছুটা পেছনে ঠেলে দিয়েছে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ডকেও। এ অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্ট বয়কট করার সিদ্ধান্ত নিলে আগামী আট বছরের আইসিসির সব ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ ও আয়োজনেও ভারত পড়বে হুমকির মুখে।

     

    ইএসপিএনক্রিকইনফো কথা বলেছে টেন্ডুলকার, দ্রাবিড়, জাহির খান, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সন্দিপ প্যাটেল, সঞ্জয় মাঞ্জরেকার, আকাশ চোপড়া, অজিত আগারকার, ভেঙ্কটেশ প্রসাদ, সাবা করিম, মুরালি কার্তিক ও দিপ দাশগুপ্তের সঙ্গে। সবাই একমত হয়েছেন, ভারতের উচিৎ ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিটা ধরে রাখার জন্য এ টুর্নামেন্টে খেলা।

     

    বিসিসিআই কি শুনবে সাবেকদের কথা?