• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    কালই দেশ ছাড়ছেন মুস্তাফিজ?

    কালই দেশ ছাড়ছেন মুস্তাফিজ?    

    গত আইপিএলে অভিষেকেই পেয়েছিলেন শিরোপা জয়ের স্বাদ। সে জয়ে তাঁর ভূমিকাও ছিল আলাদা করে উল্লেখ করার মতোই, হয়েছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন এবার মুস্তাফিজুর রহমান। তাঁকে ঘিরে এবারও হায়দরাবাদের দলটির আগ্রহের কমতি ছিল না। কিন্তু সে আগ্রহে ভাটা পড়তেও সময় লাগে নি। মাত্র একটি ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন। কাল সকালেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তাঁর উড়াল দেয়ার কথা ইংল্যান্ডের উদ্দেশ্যে।

     

    শ্রীলংকা সফর শেষে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেয়ার পরের দিনই সুযোগ পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে। তাতে ভুলে যাওয়ার মতো এক অভিজ্ঞতাই হয় তরুণ এই বাঁহাতি পেসারের। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থেকে যান। সেটা পুষিয়ে দেয়ার জন্য দ্বিতীয় সুযোগটাও আর পান নি। এরপর আরও ৮ ম্যাচ দলের সাথে থাকলেও একাদশে জায়গা মেলে নি তাঁর। অবশেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে চলে এসেছেন এক ম্যাচের ‘তিক্ত’ আইপিএল অভিজ্ঞতা নিয়েই।

     

    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সাথে শুরু থেকে থাকতে পারেন নি মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে দু’জনের কারোরই এবারের আইপিএল অভিজ্ঞতাটা সুখকর হল না। জাতীয় দলের জার্সি গায়ে আলো ছড়িয়েই হয়তো সেটা ভুলতে চাইবেন তাঁরা।