• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    এবার ঝালাই করে নিলেন ইমরুল-মিরাজরা

    এবার ঝালাই করে নিলেন ইমরুল-মিরাজরা    

    বাংলাদেশ ৩১৪/৮, ৫০ ওভার (ইমরুল কায়েস ৯২ রিটায়ারড, মেহেদী হাসান মিরাজ ৬০*, সাব্বির রহমান ৫২, মুশফিকুর রহিম ৪০, নুরুল হাসান সোহান ২৭)


     

    বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছিলেন ইমরুল কায়েস আর সাব্বির রহমান। সেটার ওপর দাঁড়িয়ে মুশফিকুর রহিমের পর মেহেদী হাসান মিরাজ-নুরুল হাসান সোহানরা সংগ্রহটা নিয়ে গেলেন তিনশ রানের ওপর। সাসেক্সের দ্বিতীয় একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করেছে বাংলাদেশ।

     

    শুরুতেই সৌম্য সরকারের উইকেটটা হারালেও ইমরুল কায়েস আর সাব্বির রহমানের ব্যাটে বড় সংগ্রহের পথে হাঁটে বাংলাদেশ। ৫২ রান করে সাব্বির যখন আউট হন, স্কোরবোর্ডে রান ২ উইকেটে ১৩৯। এরপর ইমরুলের সাথে যোগ দেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৯২ রান নিয়ে ইমরুল ‘রিটায়ার’ করার পর নিয়মিত বিরতিতে ক’টি উইকেট হারিয়ে খানিকটা খেই হারায় বাংলাদেশ। দলীয় ২১৬ রানের মাথায় ৫ম ব্যাটসম্যান হিসেবে মুশফিক আউট হন ৪০ রান করে। তবে নুরুল হাসান সোহানের সাথে মেহেদী হাসান মিরাজের ৫৬ রানের জুটিতে আবারও ছন্দে ফেরে সফরকারীরা। সোহান ২৭ করে ফিরে গেলেও মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৬০ রান নিয়ে, দলীয় সংগ্রহ তিনশ’ পার করে।