বোলিংয়েও পরখ করে নিলেন মিরাজ, তাসকিনরা
বাংলাদেশ ৫০ ওভারে ৩১৪/৯ (ইমরুল ৯২, মিরাজ ৬০*, সাব্বির ৫২, মুশফিক ৪০; জে স্মিথ ৩/৫৩)
সাসেক্স সেকন্ডস ৪০.৩ ওভারে ১৮০ (রবসন ৪৯, জেনার ৪০, মাহমুদউল্লাহ ৩২; মিরাজ ৩/৩১, শুভাশীষ ২/২৮, তাসকিন ২/৩০)
ফলঃ বাংলাদেশ ১৩৪ রানে জয়ী
প্রস্তুতি ম্যাচ মানে একটু পিকনিকের আমেজে ক্রিকেট। সাসেক্সের দ্বিতীয় দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচটাও হলো অনেকটা সেই আমেজেই। মাহমুদউল্লাহ ও শফিউল তাই ম্যাচটা খেললেন সাসেক্স সেকন্ডসের হয়ে। এর মধ্যে মাহমুদউল্লাহ করলেন ৩২, সাসেক্স অবশ্য খুঁড়িয়ে খুঁড়িয়ে করতে পারল ১৮০ রান। ১৩৪ রানে জিতে সহজ জয়ই পেল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে অবশ্য পরাজয়টা বাংলাদেশ অধিনায়ক মুশফিক খুব বড় করে দেখবেন না। সপ্তাহখানেক পরেই শুরু ত্রিদেশীয় সিরিজ, তার আগে ব্যাটে-বলে নিজেদের ঝালাই করে নেওয়াটাই বড় প্রাপ্তি মানবেন। আজ অন্তত সেই কাজটা অনেকেরই ভালোভাবেই হয়েছে। সকালে ইমরুল কায়েস, মিরাজ হাসান মিরাজ, সাব্বির রহমান, মুশফিকরা যেমন সবাই কমবেশি রান পেয়েছেন, বল হাতেও মিরাজ, তাসকিনরা নিজেদের পরখ করে নিতে পেরেছেন।
সাসেক্সের শুরুটা অবশ্য খারাপ হয়নি। দুই ব্যাটসম্যান সল্ট ও রবসন তুলে ফেলেছিলেন ৪৪ রান। সল্টকে আউট করে প্রথম ধাক্কা দেন তাসকিন। এর পরেই নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। মাহমুদউল্লাহ নেমেছেন চারে, ৪২ বলে করেছেন ৩২ রান। ফিরে গেছেন তাসকিনের বলেই। তবে আরেক ওপেনার রবসনের ৪৯ রানই ছিল সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন মিরাজ, ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। তাসকিন ও শুভাশীষ নিয়েছেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সানজামুল, সৌম্য ও সাব্বিরও।