চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দক্ষিণ আফ্রিকাকেই চান জাম্পা
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার হতাশার গল্পটা কারো অজানা নয়। বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি, ‘চোকার’ উপাধি পাওয়া প্রোটিয়ারা এখনো এই দুইয়ের একটিতেও ফাইনালে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা অবশ্য মনে করেন, এবারের ফাইনালে অজিদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকাই!
তৃতীয়বার শিরোপার জন্য খেলতে নামছে অস্ট্রেলিয়া। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই চাইছেন জাম্পা, “যদি ফাইনালের কথাই বলতে হয় তাহলে আমি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই খেলতে চাইবো। যত দলের বিপক্ষে খেলেছি তাঁদের মাঝে আফ্রিকাই সবচেয়ে কঠিন দল ছিল! তাঁরা আমাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে হটিয়ে দিয়েছে। তাঁদের দলের ব্যাটিং ও বোলিং দুটিই অনেক শক্তিশালী।”
জাম্পা বলছেন, প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করার জন্য মুখিয়ে আছেন তিনি, “তাঁর বিপক্ষে বল করাটা বরাবরই একটু ‘ভয়ের’! যদিও অল্প কিছু সাফল্য আছে এবির বিপক্ষে। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবার চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলার জন্যই মাঠে নামবে।”