'জাতীয় দলে ডাক পেতে আইপিএল খেলা স্বার্থপরের মতো চিন্তা'
জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালে। ফর্মহীনতা আর ওপেনিং পজিশনে একাধিক বিকল্প চলে আসায় আর সুযোগ হয় নি নীল জার্সিটা গায়ে তোলার। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেও সময়টা ভালো যায় নি গত চার বছর। তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর দীর্ঘদিন পর ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেছেন। জোর গুঞ্জন রয়েছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলেও ডাক পেয়ে যেতে পারেন তিনি। কিন্তু ৩৫ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যান বলছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাওয়ার আশায় তিনি রান করছেন না। এমন চিন্তা করাটা ‘স্বার্থপর’-এর মতো আচরণ বলেও মনে করেন তিনি। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গম্ভীর।
টি-টোয়েন্টির পারফরম্যান্স ওয়ানডে দলের জন্য বিবেচনা করার উচিত কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাবই দিচ্ছেন গম্ভীর, “অবশ্যই না। টি-টোয়েন্টির রান শুধুমাত্র টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার জন্য বিবেচিত হওয়া উচিত। টি-টোয়েন্টি পারফরম্যান্স দিয়ে ওয়ানডে দলে সুযোগ দেয়া মানে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটকে মূল্যহীন বানিয়ে দেয়া।”
চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৫১.৩৭ গড়ে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৪১১ রান করেছেন গম্ভীর। রান করেছেন ১৩৪.৭৫ স্ট্রাইক রেটে যা গত ৪ বছরের মধ্যে তাঁর ব্যক্তিগত সেরা। তবে এই পারফরম্যান্স চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাওয়ার চিন্তা মাথায় নিয়ে তিনি করেন নি বলে বলছেন কেকেআর অধিনায়ক। এমন চিন্তা করা স্বার্থপরের মতো আচরণ বলেই মনে করেন তিনি, “বলতে পারতাম যে হ্যাঁ বিষয়টা আমার মাথায় ছিল। কিন্তু সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবি নি। আমি এমন একজন মানুষ যে বর্তমানে থাকতে চেষ্টা করি। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়ার চিন্তা নিয়ে রান করাটা খুব, খুব স্বার্থপরের মতো আচরণ হয়ে যায়। আর একজন অধিনায়ক হিসেবে আমি সেটা করতে পারি না।”
এমন চিন্তা দলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য গম্ভীরের, “আমি এভাবে চিন্তা করা শুরু করলে দলের (কেকেআর) আরও অনেকে চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়ার চিন্তা শুরু করতে পারে। আর সেক্ষেত্রে তাঁরা তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে শুরু করবে। এটা তো দলের জন্য ঠিক না। আমি নিজে কখনও জাতীয় দলে ডাক পাওয়ার আশা নিয়ে খেলি না, আমি খেলি ম্যাচ জেতার জন্য।”