'ইংল্যান্ডের হাতেই ট্রফি যাওয়া উচিত'
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে হতাশাজনক বিদায় হয়েছিল। গত দুই বছরে অবশ্য বদলে গেছে ইংল্যান্ড দলের চেহারা। একের পর এক সিরিজ জিতে নিজেদের নতুনভাবে প্রমাণ করেছে এউইন মরগানের দল। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান বলেছেন, ইংল্যান্ডের হাতেই যাওয়া উচিত শিরোপা।
ঘরের মাটিতে ইংলিশদের হারানো কঠিন হবে বলেই মনে করেন সোয়ান, “ এই ইংল্যান্ড দল দারুণ শক্তিশালী, বিশেষ করে তাঁদের ব্যাটিং। কয়েক বছর আগেও তারা খুব একটা ভালো পারফর্ম করত না। কিন্তু দিন পাল্টেছে। স্টোকস, বাটলারের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে দলে। ইংল্যান্ডকে তাই এবারের টুর্নামেন্টের ‘ফেভারিট’ বলাই যায়!”
সোয়ান বলছেন, বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে এই অবস্থানে আসতে মরগানের ভূমিকাই সবচেয়ে বেশি, “২০১৫ সালে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মরগান ও দলের কোচ ট্রেভর বেয়লিস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। বিশেষ করে মরগান অন্যদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।”
যেই বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল, ১ জুন সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ইংলিশদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা।