• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    বাংলাদেশের গ্রুপটা কঠিন মানছেন বিলিংস

    বাংলাদেশের গ্রুপটা কঠিন মানছেন বিলিংস    

    এউইন মরগান আগেই বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির পরীক্ষা হবে বিশ্বকাপের চেয়েও কঠিন। সাকিব আল হাসানও বলেছিলেন, গ্রুপটা এর চেয়ে কঠিন আর হতে পারত না। এবার ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসও বললেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন গ্রুপেই পড়েছে ইংল্যান্ড।

    দুই বছর আগে বিশ্বকাপ ব্যর্থতার পর খোলনলচে অনেকটাই পালটে গেছে ইংল্যান্ড দলের। নিজেদের মাঠে এবার তারা অন্যতম ফেবারিট। তবে গ্রুপে সঙ্গী দুই বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর বাংলাদেশ তো আছেই। বিলিংস তাই বললেন, ‘আমাদের গ্রুপটা বেশ কঠিন হয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই টুর্নামেন্ট হবে বড় একটা চ্যারলেঞ্জ।’

    বিলিংসের প্রস্তুতিটা অবশ্য ঠিক ওয়ানডের হয়নি। এই মুহূর্তে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলছেন, এবারের আইপিএলে খেলছেন বিলিংসের আরও বেশ কয়েকজন ইংলিশ সতীর্থও। বিলিংস মানছেন, ইংল্যান্ডে প্রস্তুতিটা একটু হলেও আলাদা হবে তাদের জন্য, ‘ভারতের চেয়ে ওখানে কন্ডিশন তো আলাদা হবেই। ভালো ক্যারি ও বাউন্স থাকার কথা সেখানে।’

    তবে বিলিংস আইপিএল থেকে আরেকটা বড় প্রেরণাও নিয়ে যাচ্ছেন বিলিংস। দিল্লির পরামর্শক রাহুল দ্রাবিড়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। বিলিংস ‘দ্য ওয়ালের’ কাছ থেকে পাওয়া শিক্ষাই এবার কাজে লাগাতে চান, ‘উনার সাথে কথা বলতেই তো ভালো লাগে, সেটা ক্রিকেট হোক বা অন্য কিছু। খুবই ধীরস্থির একজন মানুষ, প্রচুর অভিজ্ঞতাও আছে তাঁর।’