• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    মনোহরই থাকছেন আইসিসির চেয়ারম্যান

    মনোহরই থাকছেন আইসিসির চেয়ারম্যান    

    ‘বিগ থ্রি’-এর বিরুদ্ধে রীতিমতো লড়াই করেছেন। নতুন সংবিধান ও আইসিসির ‘গভর্নেন্স বডি’র কাঠামো ঢেলে সাজানোর পক্ষে ভোটাভুটিও হয়ে গেছে। আইসিসির প্রথম নির্বাচিত চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তাঁর ২০১৮ সালের জুন মাস পর্যন্ত থাকা মেয়াদ শেষ করে যাবেন কিনা, প্রশ্ন ছিল সেটাই। আপাতত নতুন চেয়ারম্যান দেখছে না আইসিসি, নিজের মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন মনোহর।

     

    এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন এ ভারতীয়। তবে আইসিসির সদস্যদের ‘অভাবনীয় সমর্থনে’ এ বছরের জুন পর্যন্ত চেয়ারম্যান থাকার ঘোষণা দেন। এই জুনেই আইসিসির সভায় নতুন সংবিধান ও ‘গভর্নেন্স বডি’ কার্যকর হওয়ার কথা। তবে আইসিসির সদস্যদের সেই ‘অভাবনীয় সমর্থন’ আরও বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে। মনোহর তাই নিজের সিদ্ধান্ত বদলাচ্ছেন।

     

    বিসিসিআই বা ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির দরকষাকষি চলেছে বেশ। চ্যাম্পিয়নস ট্রফিতেও শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ‘বিগ থ্রি’-এর বিপরীতে যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন মনোহর, এখন শেষ করে যাবেন সেটাই। নতুন কাঠামোতে আগামী আট বছরে আইসিসির আয় থেকে ২৯৩ মিলিয়ন ডলার পাওয়ার কথা বিসিসিআইয়ের। যদিও এটা অন্য যে কোনো বোর্ডের চেয়ে বেশী, তবে ভারতীয় বোর্ডের দাবী ছিল ৫৭০ মিলিয়ন ডলারের।

     

    ২০১৪ সালে তৎকালীন কমিটি ‘বিগ থ্রি’-এর প্রস্তাব পাশ করিয়েছিল। যাতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছেই ক্ষমতা থাকতো আইসিসির অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করার। এ বছরের ফেব্রুয়ারিতে ‘বিগ থ্রি’ বিলুপ্ত করতে যে কমিটির কাছ থেকে প্রস্তাবনা দেয়া হয়, মনোহর ছিলেন সেই কমিটির পাঁচজনের অন্যতম একজন।